ه ( পুং ) তার, তাকে, এর, একে ২:২
هَا ( স্ত্রী ) তার, তাকে, এর, একে ২:২৪
هَكَذَا এরূপ, এমন, এমনি, এমনিভাবে ২৭:৪২
هَهُنَا অত্র, এখানে, এই স্থানে ৫:২৪
هَبَطَ [ض] <هبط নামা, নিচে নামা, নিম্নস্থানে যাওয়া, অবরোহণ করা, অবতরণ করা ২:৩৬
هَبَاءٌ جل أَهْبَاءٌ <هبو ধুলো, ধূলা, ধূলি, বালু, বালি, অণু, অণু-অণু ২৫:৭৯
تَهَجَّدَ <هجد তাহাজ্জুদ পড়া, নিশি জাগরণ করা, শেষ রাতে নফল পড়া ১৭:৭৯
هَجَرَ [ن]، هَجْرًا <هجر ত্যাগ করা, পরিত্যাগ করা, পরিহার করা, বর্জন করা, দূরে থাকা, বকাবকি করা, আজে বাজে বকা, অর্থহীন অশ্লিল কথা বলা ৭৩:১০
هَاجَرَ স্বদেশ ত্যাগ করা, হিজরত করা, নির্বাসনে যাওয়া ৪:৮৯
مَهْجُورٌ পরিত্যক্ত, পরিহার্য, বর্জনীয় ২৫:৩০
مُهاجِرٌ হিজরতকারী, মুহাজির, দেশত্যাগী, চিরপ্রবাসী ৪:১০০
هَجَعَ [ف] <هجع ঘুমানো, নিদ্রা যাওয়া, শয়ন করা ৫১:১৭
هَدًّا [ن] <هدد ভেঙে পড়া, ভূমিস্মাৎ হওয়া, ধূলিস্মাৎ হওয়া, বিধ্বস্ত হওয়া, খানখান হওয়া, টুকরা টুকরা হওয়া, চূর্ণবিচূর্ণ হওয়া ১৯:৯০
هَدَّمَ <هدم ধ্বংস করা, বিধ্বস্ত করা, চুরমার করা, ভেঙে ফেলা, ভূমিস্মাৎ করা, ধূলিস্মাৎ করা, খানখান করা, টুকরা টুকরা করা, চূর্ণবিচূর্ণ করা ২২:৪০
هُدْهُدٌ جل هَدَاهِدُ <هدهد হুদহুদ: পাখি বিশেষ ২৭:২০
هَدَى [ض]، هُدًى <هدي হেদায়াত করা, পথপ্রদর্শন করা, পথনির্দেশ করা, দিশা দেওয়া, দিকনির্দেশনা দেওয়া, চালনা করা, পরিচালিত করা ২:২৬
إهْتَدَي হেদায়াত পাওয়া, দিশা পাওয়া, পথনির্দেশ পাওয়া, সৎপথে চলা, সৎপথ অবলম্বন করা ৫:১০৫
الهَادِي، الهُدَى হেদায়াতকারী, দিশারী, পথপ্রদর্শক, পথনির্দেশ, পথের দিশা, পথপ্রদর্শন, দিকনির্দেশনা, সৎপথ, হেদায়াত ২:২
الأَهْدَي সুপথগামী, অধিক ন্যায়পন্থী, ন্যায়পথাবলম্বী, সৎপথাশ্রয়ী, সুপথধারী ৪:৫১
مُهْتَدٍ হেদায়াতপ্রাপ্ত, দিশাপ্রাপ্ত, সুপথপ্রাপ্ত, ন্যায়পরায়ণ, সুপথের যাত্রী ২:১৬
الهَدْيُ কুরবানীর পশু, নিবেদিত পশু, উৎসর্গিত পশু, কুরবানীর নির্ধারিত প্রাণী ৫:৯৭
هَدِيَّةٌ হাদিয়া, উপহার, উপঢৌকন, নাজরানা, ভেট ২৭:৩৫
هَرَبًا [ن] <هرب পালানো, পলায়নপর হওয়া, পলায়ন করা, চম্পট দেওয়া, ভেগে পড়া ৭২:১২
هَارُوت <هرت হারুত: ফেরেশতার নাম ২:১০২
أَهْرَعَ <هرع দ্রুত দৌড়ে আসা, লাফিয়ে আসা, কুদতে কুদতে আসা, লম্পঝম্প করে আসা, তাড়াতাড়ি আসা, ধেয়ে আসা ১১:৭৮
هَارُون <هرن হারূন আলাইহিস সালাম, যিনি মুসা আলাইহিস সালামের বড় ভাই ২:২৪৮
اسْتَهْزَأَ <هزأ উপহাস করতে চাওয়া, ঠাট্টা করা, উপহাস করা, বিদ্রূপ করা, ব্যঙ্গ করা, উপহাস্য বানানো; ব্যঙ্গদমন করা, উপহাসের শাস্তি দেওয়া ২:১৫
مُسْتَزِئٌ বিদ্রূপকারী, ব্যঙ্গকারী, ঠাট্টাকারী, উপহাসকারী ১৫:৯৫
هُزُوًا উপহাস্য, বিদ্রূপাত্মক, উপহাসের পাত্র, উপহাস্য বানানো, উপহাস করা, ব্যঙ্গ, উপহাস, বিদ্রূপ ২১:৩৬
هَزَّ [ن] <هزز ঝাঁকি দেওয়া, নাড়া দেওয়া, আন্দোলিত করা, ঝাঁকিয়ে নেওয়া ১৯:২৫
اهْتَزَّ নড়ে ওঠা, শিহরণ লাগা, ফসল দোল খাওয়া, কম্পিত হওয়া, কম্পমান হওয়া, আন্দোলিত হওয়া ২২:৫
هَزْلٌ <هزلযা সত্যিসত্যি নয়, মিছামিছি, খামাখা, অপ্রকৃত, এমনি এমনি, অযথা, অহেতুক, অমূলক, বাজে কথা, অপকথা, উপহাস, তামাশা, মজাক, হাসি, হাসিঠাট্টা, রঙ্গরসিকতা, হাসতে হাসতে, কৌতুক, কৌতুকপূর্ণ, হাস্যকর, কৌতুকী, প্রাহসনিক ৮৬:১৪
هَزَمَ [ض] <هزم পরাজিত করা, পরাভূত করা, পরাস্ত করা, পরাহত করা, অক্ষম করে দেওয়া, অপারগ করা, দুর্বল করা ২:২৫১
مَهْزُومٌ পরাজিত, পরাভূত, পরাস্ত, পরাহত, অক্ষম, অপারগ, দুর্বল ৩৮:১১
هَشَّ [ن] <هشش পাতা ঝরানো, পাতা পাড়া ২০:১৮
هَشِيمٌ <هشم খোয়াড় নির্মাণের জরাজীর্ণ খড়, শুষ্ক ঘাসের টুকরা, পড়ে থাকা তৃণলতা, শুষ্ক খড়কুটার কাটছাট, ভঙ্গুর খড় ৫৪:৩১
هَضْمًا <هضم আত্মসাত করা, হজম করা, নেকি কমানো, পুন্যহ্রাস করা ২০:১১২
هَضِيمٌ হজমযোগ্য, কোমল, মোলায়েম, নরম, ভঙ্গুর, বিচিমুক্ত, সংযুক্ত, লাগালাগি, চমৎকার ২৬:১৪৮
مُهْطِعٌ <هطع ছুটন্ত, পলায়নপর, পলকহীন, অপলকদৃষ্টি, দ্রুতধাবমান, বদ্ধদৃষ্টি, নির্নিমেষ ১৪:৪৩
هَلُوعٌ <هلع চরম ব্যাকুল, অস্থির, কৃপণ, বখিল, কাতর, ধনসর্বস্ব ৭০:১৯
هَلَكَ [ض] <هلك ধ্বংস হওয়া, বিলুপ্ত হওয়া, বিনাশ হওয়া, বিলীন হওয়া, মৃত্যু বরণ করা, মরা ৪:১৭৬
أهْلَكَ، مَهْلِكٌ ধ্বংস করা, বিলুপ্ত করা, বিনাশ করা, বিলীন করা, মৃত্যু দেওয়া, মেরে ফেলা ২৮:৭৮
هَالِكٌ ধ্বংসশীল, ধ্বংসোন্মুখ, ক্ষয়শীল, নশ্বর, বিলুপ্তপ্রায়, অনিত্য, বিনশ্বর ২৮:৮৮
مُهْلِكٌ ধ্বংসকারী, ধ্বংসকর, ধ্বংসাত্মক, বিলুপ্তকারী, বিনাশী, মৃত্যুদাতা ৬:১৩১
مُهْلَكٌ ধ্বংসপ্রাপ্ত, ধ্বংসকৃত, চুরমার, বিধ্বস্ত, লণ্ডভণ্ড, বিনাশিত, বিলুপ্ত, বিলীন ২৩:৪৮
التَهْلُكَة ধ্বংস, সর্বনাশ, মৃত্যুর কারণ ২:১৯৫
أَهَلَّ <هلل জবাই করা, জবেহ করা, বধ করা, নিধন করা, বলি দেওয়া ৫:৩
أهِلَّةٌ و هِلَالٌ চাঁদ, নতুন চাঁদ, নবচন্দ্র, নয়াচাঁদ ২:১৮৯
هَلُمَّ <هلم তুমি আসো, আনো, উপস্থিত কর ৬:১৫০
هَامِدَةٌ <همد তৃণলতাহীন, শুষ্ক ২২:৫
مُنْهَمِرٌ <همر বর্ষণমুখর, অঝোরধারা, প্রবলবর্ষণ, পতনশীল ৫৪:১১
هُمَزَةٌ، هَمَّازٌ ام <همز নিন্দুক, নিন্দাকারী, পরনিন্দাকারী, ঘৃণাকারী, দোষান্বেষী, কুৎসাকারী, ভর্ৎসনাকারী, বিদ্রূপকারী, তিরস্কারকারী, ধোঁকাবাজ, প্রতারক ১০৪:১
هَمَزَات নিন্দা, পরনিন্দা, কুৎসা, ভর্ৎসনা, বিদ্রূপ, তিরস্কার, ঘৃণা, ধোঁকা, প্রতারণা, প্ররোচনা, কুপ্রস্তাব ২৩:৯৭
هَمْسٌ <همس মৃদুপদধ্বনি, ফিসফিসশব্দ, অনুচ্চকণ্ঠ, মৃদুস্বর, গুঞ্জরণ ২০:১০৮
هَمَّ [ن] <همم ইচ্ছা করা, আকাঙ্ক্ষা করা, চিন্তা করা, সংকল্প করা, উপক্রম হওয়া, কাছাকাছি পৌঁছা ১২:২৪
أهَمَّ উদ্বিগ্ন করা, পেরেশান করা, চিন্তাক্লিষ্ট করা, উপক্রম করা, কাছাকাছি আনা ৩:১৫৪
هَامان <همن হামান: ফিরাউনের মন্ত্রী ২৮:৬
هَنِيئًا <هنأ তৃপ্তির সঙ্গে, সানন্দে, সতৃপ্ত হয়ে, খুশিতে, তৃপ্তিভোরে ৪:৪
هُنَالِكَ <هنلك সেখানে, ওখানে, ওই স্থানে, তথায়, সেথায়, হেথায় ৩:৩৮
هُوَ ( পুং ) সে, ও, তিনি, উনি ২:২৯
هُمَا তারা দু’জন, এরা দু’জন ২:৩৬
هُمْ ( পুং ) তারা সকলে, তারা, এরা ১:৭
هِيَ ( স্ত্রী ) সে, ও, তিনি, উনি ২:৬৮
هُنَّ ( স্ত্রী ) তারা সকলে, তারা, এরা ২:২৯
هَا ج هَاؤُمْ <هوأ নাও, লও, ধর, দেখো! সাবধান! ৩:৬৬
هَادَ [ن] <هود ইহুদী হওয়া, প্রত্যাবর্তন করা, ফিরে আসা ৭:১৫৬
هُودٌ হুদ আলাইহিস সালাম: ইয়ামানের আদ সম্প্রদায়ে নবী ৭:৬৫
اليهود، يَهُودِيٌّ ইহুদী সম্প্রদায় ২:১১৩
انْهَارَ <هور ভেঙে পড়া, পতিত হওয়া, ভূমিস্মাৎ হওয়া, ধূলিস্মাৎ হওয়া, বিধ্বস্ত হওয়া, খানখান হওয়া, টুকরা টুকরা হওয়া, চূর্ণবিচূর্ণ হওয়া ৯:১০৯
هَارٍ বিধ্বস্ত, ভূপাতিত, পতনোন্মুখ, পতনশীল, পড়ন্ত, পাত্যমান ৯:১০৯
أهَانَ <هون অপমান করা, লাঞ্ছিত করা, অপদস্থ করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, হেয় করা, অপমানিত করা, অসম্মান করা, বেইজ্জত করা, বেহুরমতি করা, অবমাননা করা, নাজেহাল করা, অসহায়তা করা, সহায়তা না করা, সহায়হীন বানানো ৮৯:১৬
هُوْنٌ নগণ্য, হীনতম, অতিলাঞ্ছিত, অসম্মান, লাঞ্ছনাকর, অপমানকর, ইতর, অপদার্থ বেইজ্জতি ৬:৯৩
مُهِينٌ লাঞ্ছনাকারী, হেয়কারী, অপমানকারী, অবমাননাকারী ২:৯০
مُهَانًا অসম্মানে, অপমানে ২৫:৬৯
هَوْنًا সবিনয়ে, বিনয়াবনত, বিনম্র হয়ে, নম্রতার সঙ্গে, গর্বহীন, সসম্মানে, শালীনতার সঙ্গে, অতিসাধারণভাবে, সহজভাবে ২৫:৬৩
هَيِّنٌ جل أَهْوِنَاءُ সহজ, সহজ ব্যাপার, অতিসাধারণ, নগণ্য, গোণার অতীত, গণনাতীত ১৯:৯
الأهْوَنُ অতিসহজ, সহজতর, সর্বাধিক সহজ, অতিসাধরণ ৩০:২৮
هَوَى [ض] <هوي পতন হওয়া, ধ্বংস হওয়া, হাওয়া হয়ে যাওয়া, বাতাসে উড়ে যাওয়া, পতিত হওয়া, অদৃশ্য হওয়া, অস্তমিত হওয়া, মহাশুন্যে মিলে যাওয়া, ঝুঁকে পড়া, বহন করা ৫৩:১
هَوِيَ [س]، تَهْوَي কামনা করা, চাওয়া, ঝোঁকা, লিপ্সু হওয়া, প্রবৃত্তিপরায়ণ হওয়া, ইচ্ছাতন্ত্রী হওয়া, আসক্ত হওয়া, ভালোবাসা ৫:৭০
أهْوَي ধ্বংস করা, ভূমিস্মাৎ করা, আছাড় মারা, সজোরে ফেলে দেওয়া, সজোরে নিক্ষেপ করা, পতিত করা; অধিক প্রবৃত্তিপরায়ণ, কামপ্রদ, অতীচ্ছ, কামনাযুক্ত ৫৩:৫৩
إسْتَهْوَى প্রবৃত্তিপরায়ণ বানাতে চাওয়া, পদস্খলন কামনা করা, ফেলতে চাওয়া, দুর্বৃত্ত বানানো ৬:৭১
الهَوَى ج الأَهْوَاءِ কামনা, আকাঙ্ক্ষা, প্রবৃত্তি, কুপ্রবৃত্তি, লিপ্সা, আসক্তি, খাহেশাত, ভালোবাসার বস্তু ৪:১৩৫
الهَوَاءُ হাওয়া, শুন্য, খালি, ফাকা, কুপ্রবৃত্ত ১৪:৪৩
هَاوِيَة হাবিয়া: জাহান্নামের নাম, জাহান্নামের নিম্নতম স্তর ১০১:৯
هَيَّأَ <هيأ সহজ করা, প্রস্তুত করা, বন্দোবস্ত করা, আদায় করা ১৮:১০
هَيْئَةً جل هَيَّاتٌ আকার, আকৃতি, আদল, গঠন, সুরত, কায়া, রূপ, অবস্থা ৩:৪৯
هَاتُوا <هيت তোমরা আনো, পেশ কর, উপস্থাপন কর ২:১১১
هَيْتَ আসো, এসো এসো ১২:২৩
هَاجَ [ض] <هيج শুষ্ক হওয়া, শুকিয়ে যাওয়া ৩৯:২১
مَهِيلٌ <هيل এলোমেলো, ছড়ানো-ছিটানো, আলুথালু, আউলানো, বিক্ষিপ্ত, আকীর্ণ, উড়ন্ত ৭৩:১৪
هَامَ [ض] <هيم তৃষ্ণায় ঘোরা, তৃষ্ণার্ত হয়ে ছুটাছুটি করা ২৬:২২৫
هِيْمٌ جل أَهْيَمُ، هَيْمَاءُ পিপাসার্ত, তৃষ্ণাতুর, তৃষ্ণাকাতর, তৃষ্ণার্ত উট ৫৬:৫৫
المُهَيْمِنُ <هيمن রক্ষক, আশ্রয়দাতা ৫:৪৮
مَا هِيَهْ সেটি কী? ১০১:৭
هَيْهَاتَ <هيهت সুদূরপরাহত হয়েছে, বহুদূর, অনেক দূর, অসম্ভব ২৩:৩৬