زَبَدٌ جل أَزْبَادٌ <زبد ফেনা, গাদ, গ্যাঁজলা, গাঁজ, কাইট ১৩:১৭
زَبُورٌ ج زُبُرٌ<زبر জাবুর: দাউদ আলাইহিস সালামের উপর অবতীর্ণ কিতাব, ফলকে লিখিত কিতাব, গ্রন্থ, পুস্তক ২১:১০৫
زُبُرٌ و زُبْرَةٌ টুকরা টুকরা, খণ্ড খণ্ড, খণ্ডবিখণ্ড, দল ২৩:৫৩
زُبَرٌ و زُبْرَةٌ লোহার পাত, লৌহখণ্ড ১৮:৯৬
الزَّبَانِيَةَ <زبن জাহান্নামের ফেরেশতা, শাস্তির ফেরেশতা ৯৬:১৮
زُجَاجَةٌ جل زُجَاجٌ <زجج কাঁচ, কাচ, শিশা ২৪:৩৫
ازْدَجَرَ <زجر ধমক দেওয়া, ধমকি দেওয়া, ঝাড়ি মারা ৫৪:৯
مُزْدَجَرٌ ধমক, ধমকি, তিরস্কার, উপদেশ, ধমকির জায়গা ৫৪:৪
زَجْرٌ، زَجْرَةٌ ধমক, একধমক, সতর্ক করা ৩৭:২
الزَّاجِرَاتِ সতর্ককারী, ধমকদাতা, প্রতিরোধকারী ৩৭:২
أَزْجَى <زجو চালানো, চালিত করা, পরিচালনা করা ১৭:৬৬
مُزْجَاةٌ অল্প, অপর্যাপ্ত, সামান্য, নগণ্য, অচলমুদ্রা ১২:৮৮
زَحْزَحَ <زحزح অপসারণ করা, বিদূরণ করা, অপসারিত হওয়া ৩:১৮৫
مُزَحْزِحٌ অপসারণকারী, বিদূরণকারী ২:৯৬
زَحْفٌ جل زُحُوْفٌ <زحف যুদ্ধ, রণাঙ্গন ৮:১৫
زُخْرُفٌ جل زَخَارِفُ <زخرف সজ্জিত, অলঙ্কৃত, স্বর্ণখচিত, স্বর্ণের, সোনালী ৬:১১২
زَرَابِيُّ و زرْبِيَّةٌ <زرب গালিচা, কার্পেট, মখমল ৮৮:১৬
زَرَعَ [ف] <زرع চাষাবাদ করা, ফসল ফলানো, বীজ বপন করা, রোপণ করা ১২:৪৭
زَارِعٌ، زُرَّاع চাষী, কিষাণ, বপনকারী, কৃষক ৪৮:২৯
زَرْعٌ ج زُرُوعٌ চাষাবাদ, কৃষি আবাদ, ক্ষেত, শস্যক্ষেত, ফসল, শস্য ১৩:৪
زُرْقٌ جل أَزْرَقٌ <زرق নীলচোখবিশিষ্ট, দৃষ্টিহীন, অন্ধাবস্থা ২০:১০২
ازْدَرَى <زري ঘৃণা করা, তুচ্ছ ভাবা, তাচ্ছিল্য করা, লাঞ্ছিত মনে করা ১১:৩১
زَعَمَ [ن]، زَعْمٌ <زعم ধারণা করা, মনে করা, অনুমান করা, দাবি করা, বলা ৬:২২
زَعِيمٌ جل زُعَمَاءُ দায়িত্বশীল, জিম্মাদার, দায়ীক, ভার গ্রহণকারী ১২:৭২
زَفِيرٌ مص <زفر দীর্ঘ নিঃশ্বাস, আর্তনাদ, কাতরকণ্ঠ, কাতরানি ১১:১০৬
زَفَّ [ض] <زفف দৌড়ানো, তরা করা ৩৮:৯৪
زَقُّومٌ <زقم জাক্কুম: জাহান্নামের বিস্বাদ তিক্তফলের কণ্টকাকীর্ণ বিষাক্ত গাছ ৩৭:৬২
زَكَرِيَّا <زكر জাকারিয়া আলাইহিস সালাম ৩:৩৭
زَكَى [ن]، زَكَاةً، تَزَكَّى، ازَّكَّى <زكي পবিত্র হওয়া, জাকাত দেওয়া, শোধিত হওয়া ২৪:২১
زَكَّى পবিত্র করা, সংশোধিত করা, আত্মশুদ্ধি করা, নিষ্পাপ দাবি করা, নিষ্কলুষ মনে করা, কলঙ্কমুক্ত ভাবা, সংশোধিত মনে করা ৯১:৯
أَزْكَى বিশুদ্ধতর, বিশুদ্ধকারক, পবিত্রকারক, শুদ্ধতর, অধিক শুদ্ধিকর, অতিপূত, অধিক পবিত্র ২:২৩২
زَكِيٌّ مث زَكِيَّةً পবিত্র, নিষ্পাপ, নিষ্কলুষ ১৯:১৯
الزَّكَاة جل زَكَوَاتٌ পবিত্রতা, জাকাত, মালের পবিত্রতা, সম্পদের শোধনী ২:৪৩
زَلْزَلَ، زِلْزَالٌ، زَلْزَلَة <زلزل কম্পন হওয়া, ভূকম্পন হওয়া, ভূমিকম্প হওয়া, ভূস্পন্দন হওয়া, প্রকম্পিত হওয়া ২২:১
أَزْلَفَ <زلف নিকটবর্তী করা, কাছে আনা, ঘনীভূত করা ২৬:৬৪
زُلْفَةً ج زُلَفٌ প্রথমাংশ, শুরুভাগ, সূচনালগ্ন, নিকটবর্তী সময় ৬৭:২৭
زُلْفَى অধিক নিকটবর্তী, নৈকট্য, পদমর্যাদা ৩৪:৩৭
أَزْلَقَ <زلق পিছলে ফেলে দেওয়া, বদনজর লাগানো, পদস্খলিত করা ৬৮:৫১
زَلَقٌ مص পিচ্ছিলভূমি, মরুভূমি, বৃক্ষলতাহীন জমিন ১৮:৪০
زَلَّ [ض] <زلل পিছলে পড়া, পদস্খলিত হওয়া ২:২০৯
أَزَلَّ পদস্খলিত করা, পিছলে ফেলা ২:৩৬
اسْتَزَلَّ পদস্খলন কামনা করা, ফেলতে চাওয়া ৩:১৫৫
أَزْلاَمٌ و زَلَمٌ <زلم তীর, ভাগ্য, ভাগ্যতীর ৫:৩
زُمَرٌ و زُمْرَةٌ <زمر দলেদলে, বহুদলে, জামাতবদ্ধভাবে ৩৯:৭১
مُزَّمِّلٌ <زمل চাদর মুড়িয়ে শয়নকারী, আবরণে ঢাকা, আবৃত, চাদরাবৃত, বস্ত্রাবৃত ৭৩:১
زَمْهَرِيرٌ <زمهر শৈত্যপ্রবাহ, প্রচণ্ড শীত, কনকনে শীত ৭৬:১৩
زَنجَبِيلٌ <زنجبل জানজাবিল: জান্নাতের নহর, শুকনো আদা, শুষ্কাদ্র, আদার শুঁঠ, আদ্রক ৭৬:১৭
زَنِيمٌ <زنم জারজ সন্তান, পিতৃপরিচয়হীন, হারামজাদা, কুখ্যাত, অপবাদগ্রস্ত, নিন্দিত ৬৮:১৩
زَنَى [ض]، الزِّنَى <زني ব্যভিচার করা, জেনা করা, অপমিলন ১৭:৩২
الزَّانِي مث الزَّانِيَةُ ব্যভিচারী, জেনাকারী, ব্যভিচারিণী, বেশ্যা, গণিকা, বারাঙ্গনা ২৪:২
زَوَّجَ <زوج জোড়া মিলানো, যুগল বানানো, মিলন ঘটানো, বিবাহ করানো, শাদি দেওয়া, বিয়ে দেওয়া ৩৩:৩৭
زَوْجٌ ج أَزْوَاجٌ জোড়া, একজোড়া, একরকম, যুগল, দম্পতি, স্বামী-স্ত্রী, পতিপত্নী, সঙ্গিনী, সহধর্মিণী, স্ত্রী, অপ্সরা ৪:২০
تَزَوَّدَ <زود পাথেয় নেওয়া, পথখরচা নেওয়া ২:১৯৭
زَادٌ جل أَزْوَادٌ، أَزْوِدَةٌ পাথেয়, পথখরচা, পথের সম্বল ২:১৯৭
زَارَ [ن] <زور যিয়ারত করা, সাক্ষাত করা, দেখা, দেখতে পাওয়া ১০২:২
تَزَاوَرَ পাশ কেটে যাওয়া, মোড় নেওয়া, বাঁকা হয়ে যাওয়া, বাঁকিয়ে যাওয়া, ঘুরে যাওয়া ১৮:১৭
زُورٌ ص মিথ্যা কথা, অসত্য কথা, বানাওয়াট ২২:৩০
زَالَ [ن]، زَوَالٌ <زول স্থানচ্যুত হওয়া, সরে যাওয়া, টলে যাওয়া, ঢলে পড়া ১৪:৪৪
زَاهِدٌ <زهد নিরাসক্ত, অনাগ্রহী, দরবেশ, তাপস, সাধক, সংসারত্যাগী, সন্ন্যাসী ১২:২০
زَهْرَةٌ جل زَهْرٌ <زهر ফুলের বাহার, সুষমা, বসন্তবাহার, ফুলশোভা, সৌন্দর্য, চাকচিক্য, জৌলুশ, জাকজমক ২০:১৩১
زَهَقَ [ف]، زَهُوقًا <زهق ধ্বংস হওয়া, বিলীন হওয়া, নির্মূল হওয়া, বিতাড়িত হওয়া, বিদূরিত হওয়া, ধ্বংসশীল হওয়া, অপসৃত হওয়া ১৭:৮১
زَاهِقٌ ধ্বংসশীল, ধ্বংসোন্মুখ, বিলীন, অপসৃয়মাণ, বিলীয়মান, নির্মূল, চুরমার ২১:১৮
زَيْتٌ <زيت জইতুনের তেল, তেল, তৈল ২৪:৩৫
زَيْتُونَة، الزَّيْتُونَ জইতুন, জলপাইফল, জলপাইগাছ ৬:৯৯
زَادَ [ض]، زِيَادَةٌ، ازْدَادَ <زيد বাড়া, বেড়ে যাওয়া, বৃদ্ধি পাওয়া, বর্ধিত হওয়া, অধিক হওয়া, বৃদ্ধি করা, বাড়ানো, বাড়িয়ে দেওয়া ৯:৩৭
مَزِيدٌ অতিরিক্ত, অধিক, রিজার্ভ, আরও, বেশি ৫০:৩০
زَيْدٌ জায়েদ রা. ৩৩:৩৭
زَاغَ [ض]، زَيْغٌ <زيغ বক্র হওয়া, পথচ্যুত হওয়া, বিমুখ হওয়া, বিভ্রম হওয়া, দৃষ্টিবিভ্রাট ঘটা ৫৩:১৭
أَزَاغَ বক্র করা, পথচ্যুত করা, বিমুখ করা, বিভ্রম করা, বিভ্রাট ঘটানো ৬১:৫
زَيْغٌ مص বক্রতা, জটিলতা, সন্দেহ ৩:৭
زَالَ [س] <زيل দূর হওয়া, পৃথক হওয়া, আলাদা হওয়া, ক্ষান্ত হওয়া, নিরস্ত হওয়া; সর্বদা থাকা, স্থির থাকা, চলতে থাকা, ক্ষান্ত না হওয়া ২১:১৫
زَيَّلَ পৃথক করা, বিচ্ছেদ ঘটানো ১০:২৮
تَزَيَّلَ পৃথক থাকা, দূরে থাকা, সরে যাওয়া, আলাদা হওয়া ৪৮:২৫
زَيَّنَ <زين সাজানো, সজ্জিত করা, সাজিয়ে রাখা, পরিপাটি করা, সাজসজ্জা করা, অলঙ্কৃত করা, সুন্দর-সুষমামণ্ডিত করা ৬:৪৩
ازَّيَّنَ সজ্জিত হওয়া, অলঙ্কৃত হওয়া, সুন্দর-সুষমাপূর্ণ হওয়া, শ্যামল হওয়া ১০:২৪
زِينَةٌ সৌন্দর্য, সুষমা, সাজসজ্জা, অলঙ্কার, ভূষণ, আভরণ, প্রসাধনী, পারিপাট্য, অনাবিলতা, পোশাক-পরিচ্ছদ ৭:৩২