ب সঙ্গে, দ্বারা, দিয়ে, সাহায্যে, মাধ্যমে, সম্পর্কে, বিষয়ে, ব্যাপারে, প্রতি, কারণ, শপথ, হতে, তে, ভিতরে, অনুযায়ী, অনুরূপ, মত, সমান
بَابِلُ <ببل বাবেল: ফোরাত নদীর দুতীরে বিস্তীর্ণ খ্রীষ্টপূর্ব ৫৩৮ সনে ধ্বংসপ্রাপ্ত জাদুপ্রধান প্রাচীন শহর, ব্যাবিলন শহর ২:১০২
بِئْرٌ جل آبَارٌ <بأر কূপ, কুয়া ২২:৪৫
اِبْتَئَسَ <بأس দুঃখিত হওয়া, ব্যথিত হওয়া, বিমর্ষ হওয়া ১১:৩৬
بَأْسٌ، بَأْسَاءُ যুদ্ধ, লড়াই, বিপদ, সমস্যা, দুরাবস্থা, দুর্দশা, অভাব, দারিদ্র, দরিদ্রতা ২:১৭৭; শক্তি, শক্তি ব্যয় ৪:৮৪; আযাব, শাস্তি ৪০:১৯
بَائِسٌ অভাবগ্রস্ত, বিপদাপন্ন, ক্ষুধার্ত ২২:২৮
بَئِيسٌ বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক, প্রচণ্ড ৭:১৬৫
بِئْسَ কতইনা খারাপ, কতইনা মন্দ, অতিমন্দ, নিকৃষ্টতর ২:১০২
بِئْسَمَا কতইনা মন্দ বিষয়, কতইনা নিকৃষ্ট বস্তু ২:৯০
الأَبْتَرُ <بتر লেজকাটা, নির্বংশ, লেজহীন, পুচ্ছহীন ১০৮:৩
بَتَّكَ <بتك কাটা, কর্তন করা, চিরা, ছেদন করা ৪:১১৯
تَبَتَّلَ، تَبْتِيلاً <بتل নিরালায় ধ্যান করা, বিজনে সাধনা করা, মুরাকাবা করা ৭৩:৮
بَثَّ [ن] <بثث ছড়ানো, বিক্ষিপ্ত করা, প্রসার করা, বিস্তার করা ৪:১
بَثِّي আমার আক্ষেপ, দুঃখ, চিন্তা, পরিতাপ ১২:৮৬
مَبْثُوثٌ مث مَبْثُوثَةٌ বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন, ছিন্নভিন্ন ১০১:৪
مُنْبَثًّا বিক্ষিপ্ত, উৎক্ষিপ্ত, উড়ন্ত ৫৬:৬
انبَجَسَ <بجس ঝরণা ঝরা, প্রস্রবণ প্রবাহিত হওয়া ৭:১৬০
بَحَثَ [ف] <بحث অনুসন্ধান করা, তালাশ করা, মাটি খনন করা ৫:৩১
بَحْرٌ ج بِحَارٌ، أَبْحُرٌ <بحر সাগর, সমুদ্র, সিন্ধু, দরিয়া, পারাবার ২:৫০
بَحِيرَةٍ দেবতার জন্য উৎসর্গীকৃত পাঁচবার প্রজনন করা কানকাটা বাঁধনমুক্ত উটনী বা এমন পশু, ধর্মের ষাঁড় ৫:১০৩
بَخَسَ [ف] <بخس কমানো, কম দেওয়া, প্রাপ্য হ্রাস করা, ক্ষতি করা ২:২৮২
بَخْسٌ স্বল্পমান, অল্পমূল্য, ক্ষতি ১২:২০
بَاخِعٌ <بخع আত্মবিনাশী, ধ্বংসকারী, আত্মনাশক, আত্মনাশী ১৮:৬
بَخِلَ [س]، الْبُخْلِ <بخل কৃপণতা করা, কার্পণ্য করা, বখিল হওয়া ৪:৩৭
بَدَأَ [ف] <بدأ সূচনা করা, সৃষ্টি করা, আরম্ভ করা, সুত্রপাত করা ৭:২৯
أَبْدَأَ নবায়ন করা, সৃষ্টির সূচনা করা ২৯:১৯
بَدْرٌ <بدر বদর প্রান্তর, বদর কূপ, দ্বিতীয় হি. ১৭ রমজান শুক্রবারে সংঘটিত প্রসিদ্ধ যুদ্ধের নাম ৩:১২৩
بِدَارًا তাড়াতাড়ি করা, দৌড়ানো, ছুটে যাওয়া, তড়িঘড়ি করা, দ্রুত করা, তরা করা, শীঘ্র করা, জলদি করা ৪:৬
ابْتَدَعَ <بدع উদ্ভাবন করা, প্রবর্তন করা, প্রচলন করা, চালু করা ৫৭:২৭
بَدِيعٌ উদ্ভাবক, আবিষ্কারক, প্রবর্তক ২:১১৭
بِدْعًا নতুন, অপূর্ব, অভিনব, প্রথম ৪৬:৯
بَدَّلَ، تَبْدِيلاً، تَبَدَّلَ <بدل পরিবর্তন করা, বিনিময় করা, বদল করা, রূপান্তর করা, হেরফের করা, রদবদল করা ২:৫৯
أَبْدَلَ বিনিময়ে দেওয়া, পরিবর্তে দেওয়া, বদলে দেওয়া ৬৬:৫
اسْتَبْدَلَ، إِسْتِبْدالٌ বদল চাওয়া, বিকল্প চাওয়া, বদলাতে চাওয়া, বিনিময় করতে চাওয়া, বদলে নেওয়া, বিনিময় করা, পরবির্তন আনা ৪:২০
بَدَلاً পরিবর্তন, বিনিময়, বদল ১৮:৫০
مُبَدِّلٌ পরিবর্তক, পরিবর্তনকারী, রদবদলকারী, রূপান্তরকারী, হেরফেরকারী ৬:৩৪
بَدَنٌ جل أَبْدَانٌ <بدن বদন, হৃষ্টপুষ্ট শরীর, স্থূলদেহ ১০:৯২
بُدْنٌ و بَدَنَةٌ، بَدْنَةٌ মক্কার হেরেমে হজের কুরবানীর হৃষ্টপুষ্ট উট বা গরু, মোটাতাজা কুরবানীর উট বা গরু ২২:৩৬
بَدَا [ن] <بدو প্রকাশ পাওয়া, বিকাশ হওয়া, বাস করা, ফাস হওয়া ৬:২৮
أَبْدَى প্রকাশ করা, বিকাশ ঘটানো, জাহির করা, প্রকাশিত করা ৭:২০
بَدْوٌ বাসস্থান, গ্রাম, মরুগৃহ ১২:১০০
البَادِ ج بادون মরুবাসী, যাযাবর, বাউণ্ডুলে, বহিরাগত ১১:২৭
مُبْدِيٌ প্রকাশকারী, ফাসকারী ৩৩:৩৭
بَذَّرَ، تَبْذِيرًا <بذر অপব্যয় করা, অপচয় করা, অনর্থক খরচ করা ১৭:২৬
مُبَذِّرٌ অপচয়কারী, অমিতব্যয়ী ১৭:২৭
بَرَأُ [ف] <برأ সৃষ্টি করা, স্পষ্ট বর্ণনা করা ৫৭:২২
أَبْرَأَ আরোগ্য করা, রোগমুক্ত করা, নিষ্কলুষ করা, সুস্থ করা ৫:১১০
بَرَّأَ নির্দোষ প্রমাণ করা, নিষ্কলুষ ঘোষণা করা, নিরাপরাধ সাব্যস্ত করা, দোষমুক্ত করা ৩৩:৬৯
تَبَرَّأَ অসন্তুষ্ট হওয়া, দায়িত্বমুক্ত হওয়া ২:১৬৬
بَرَاءَةٌ দায়মুক্ত হওয়া, নির্দোষ হওয়া, মুক্তিপত্র, ছাড়পত্র, দায়মুক্তি ৯:১
بَرَاءٌ، بَرِيءٌ ج بُرَآءُ নির্দোষ, নিষ্কলুষ, দায়িত্বমুক্ত, জিম্মামুক্ত, অসন্তুষ্ট, অপ্রীত ৪৩:২৬
بَرِيَّةٌ جل بَرَايَا সৃষ্টি, সৃষ্টিকুল ৯৮:৬
البَارِئُ স্রষ্টা, সৃষ্টিকর্তা, বারী: আল্লাহর নাম ২:৫৪
مُبَرَّؤٌ নির্দোষ, নিষ্কলুষ ২৪:২৬
تَبَرَّجَ، تَبَرُّجٌ <برج সৌন্দর্য প্রদর্শন করা, দৃষ্টিরঞ্জন করা ৩৩:৩৩
مُتَبَرِّجَاتٍ সৌন্দর্য প্রদর্শিনী, প্রদর্শনকারিণী ২৪:৬০
بُرُوجٌ و بُرْجٌ গ্রহ, নক্ষত্র, রাশিচক্র ৮১:১; দুর্গ, কেল্লা, প্রাসাদ, অট্টালিকা ৪:৭৮
بَرِحَ [س] <برح নিরস্ত হওয়া, ক্ষান্ত হওয়া, পরিত্যাগ করা, অটল থাকা ১২:৮০
بَرَدٌ، بَارِدٌ <برد শীতল, ঠাণ্ডা, শৈত্য ২১:৬৯; শীলা, বর্ষোপল, করকা ২৪:৪৩
بَرَّ [ض] <برر দয়া করা, কল্যাণ করা, সদাচার করা ২:২২৪
بَرٌّ، بِرٌّ ج أَبْرَارٌ، بَرَرَةٌ সততা, কল্যাণ, মঙ্গল, নেকি, পুণ্য ২:১৮৯; সৎ, পুণ্যবান, নেককার, ধার্মিক, কর্তব্যপরায়ণ, অনুগ্রশীল ৫২:২৮
بَرٌّ جل بُرُوْرٌ স্থলভাগ, ভূভাগ ১০:২২
بَرَزَ [ن]، بَرَّزَ، بَارِزَةً <برز প্রকাশিত হওয়া, বার হওয়া, সামনে আসা ৩:১৫৪
بَرْزَخٌ جل بَرَازِخُ <برزخ আড়াল, অন্তরাল, আড়, প্রতিবন্ধক, বাধা, সীমারেখা ২৩:১০০
الأَبْرَصُ <برص কুষ্ঠরোগী, কুষ্ঠী, কুঠিয়া ৫:১১০
بَرِقَ [س] <برق ঝলসে যাওয়া, চমক লাগা, ঝলক লাগা, চমকানো, চমকে ওঠা ৭৫:৭
بَرْقٌ جل بُرُوْقٌ চোখঝলসানো ঝলকানি, ঝলক, চমক, বিজলি, বিদ্যুৎ ২:১৯
أَبَارِيْقُ و إِبْرِيْقٌ চমকদার কেটলি, ঝকঝকে জগ, বদনা ৫৬:১৮
إِسْتَبْرَقٌ ঝকমকি রেশমী বস্ত্র, জরিকরা বস্ত্র, চোখ ঝলসানো রেশম, চকমকি সিল্কবস্ত্র, সিল্কের কাপড় ১৮:৩১
بَارَكَ <برك বরকত দেওয়া, প্রাচুর্য দেওয়া, পর্যাপ্ত করা, বাড়িয়ে দেওয়া, বরকতময় বানানো ৭:১৩৭
تَبَارَكَ সুমহান হওয়া, বরকতপূর্ণ হওয়া, প্রাচুর্যময় হওয়া, মহিমাময় হওয়া, মহিমাময় সাব্যস্ত হওয়া ৭:৫৪
بَرَكَاتٌ و بَرَكَةٌ বরকত, আশীর্বাদ, প্রাচুর্য, পর্যাপ্ত ৭:৯৬
مُبَارَكٌ مث مُبَارَكَةً বরকতময়, বরকতপূর্ণ, পবিত্র, সম্মানিত ৩:৯৬
أَبْرَمَ <برم পরিকল্পনা করা, সঙ্কল্প করা, স্থিরিকরণ, চূড়ান্ত করা ৪৩:৭৯
مُبْرِمٌ পরিকল্পনাকারী, প্রত্যয়ী, মননশীল, সঙ্কল্পকারী, চূড়ান্তকারী ৪৩:৭৯
بُرْهَانٌ جل بَرَاهِيْنُ <برهن প্রমাণ, দলিল, যুক্তি ৪:১৭৪
بَازِغٌ مث بَازِغَةً <بزغ চকচকে, বিকীর্যমান, ছটাবিচ্ছুরক, রশ্মিপতক, উদীয়মান ৬:৭৭
بَسَرَ [ن] <بسر মুখভার করা, মলিন হওয়া ৭৪:২২
بَاسِرَةٌ মলিন, বিষণ্ন, বিবস, মুখভার ৭৫:২৪
بَسَّ [ن]، بَسًّا <بسس চুরমার করা, চূর্ণবিচূর্ণ করা, গুড়িয়ে পাউডার করা ৫৬:৫
بَسَطَ [ن]، الْبَسْطُ <بسط প্রসারিত করা, বিস্তৃত করা, প্রশস্ত করা, প্রাচুর্য দেওয়া, ছড়ানো ৫:১১
بَاسِطٌ প্রসারী, প্রসারণকারী ৫:২৮
بَسْطَةً বিশালতা, প্রাচুর্য ৭:৬৯
بِسَاطٌ جل بُسُطٌ، مَبْسُوطَة প্রসারিত, বিস্তৃত, বিস্তীর্ণ ৭১:১৯
بَاسِقَةٌ <بسق সুউচ্চ, লম্বা লম্বা, লম্বমান, বিশালকায় ৫০:১০
أَبْسَلَ <بسل বঞ্চিত করা, শাস্তিযোগ্য হওয়া ৬:৭০
تَبَسَّمَ <بسم হাসা, মুচকি হাসা ২৭:১৯
تَبَسَّمَ ضَاحِكًا মুসকিয়ে হেসে ফেলা, অট্টহাসি দেওয়া ২৭:১৯
بَشَّرَ <بشر সুসংবাদ দেওয়া, সুখবর দেওয়া, শুভসংবাদ দেওয়া, খোশখবর দেওয়া ২:২৫
أَبْشَرَ، اسْتَبْشَرَ সুসংবাদ গ্রহণ করা, খুশি হওয়া ৩:১৭০
بَاشَرَ খুশিতে আলিঙ্গন করা, মেলামেশা করা, সহবাস করা ২:১৮৭
بُشْرٌ সুসংবাদের প্রমাণস্বরূপ ৭:৫৭
بُشْرَى সুসংবাদ, খোশখবর ২:৯৭
بَشِيرٌ، مُبَشِّرٌ সুসংবাদদাতা ৫:১৯
مُسْتَبْشِرَةٌ সুসংবাদপ্রাপ্ত, উৎফুল্ল, আহ্লাদিত ৮০:৩৯
بَشَرٌ و بَشَرَةٌ মানুষ, মানব, আদম, ইনসান ৩:৪৭
بَصُرَ [ك]، أَبْصَرَ <بصر দেখা, দর্শন করা, তাকিয়ে দেখা, চোখ মেলে ধরা, স্বচক্ষে দেখা, অনুধাবন করা, বুঝা, বোধ হওয়া, দেখানো ১৯:৪২
بَصَّرَ، تَبْصِرَةً দেখানো, প্রদর্শন করা, প্রদর্শিত করা, দর্শনীয় বানানো ৭০:১০
أَبْصِرْ بِهِ সে কত চমৎকার দর্শক, সে কত প্রখর দৃষ্টিসম্পন্ন, সে কী চমৎকার পর্যবেক্ষক, সুদর্শক ১৮:২৬
بَصِيرٌ সর্বদ্রষ্টা, পর্যবেক্ষক ২:৯২
بَصِيرَةٌ ج بَصَائِرُ সাক্ষ্য, দৃশ্যমান প্রমাণ, দৃষ্টিশক্তি, দর্শনশক্তি, সুস্পষ্টোপদেশ ১২:১০৮
مُبْصِرٌ مث مُبْصِرَةً প্রদর্শনকারী, দিশাপ্রদর্শী স্মারক, প্রকাশ্য নিদর্শন, দৃশ্যমান, উজ্জ্বল, স্পষ্ট ১৭:১২
ج مُبْصِرُونَ، مُسْتَبْصِرِينَ বুঝবান, চক্ষুষ্মান, দর্শনকারী ৭:২০১
بَصَرٌ ج أَبْصَارٌ চোখ, চক্ষু, আঁখি, দৃষ্টিশক্তি, অন্তর্দৃষ্টি ১৬:৭৭
بَصَلٌ <بصل পেঁয়াজ ২:৬১
بِضْعٌ <بضع কয়েক, কতিপয়, কতক (তিন-নয় পর্যন্ত যে কোন সংখ্যা) ১২:৪২
بِضَاعَةً جل بَضَائِعُ মূলধন, পুঁজি, সামান, আসবাবপত্র, সামগ্রী ১২:৬২
بَطَّأَ <بطأ মন্থর হওয়া, পেছনে পড়া, অলসতা করা ৪:৭২
بَطِرَ [س]، بَطَرًا <بطر গর্ব করা, অহঙ্কার করা, অতি উৎফুল্ল হওয়া ৮:৪৭
بَطَشَ [ض]، بَطْشًا، الْبَطْشَةَ <بطش ধরা, পাকড়াও করা, কঠোর হস্তে দমন করা, অভিযান চালানো, শক্তি খাটানো, জোর খাটানো, শক্তি প্রয়োগ করা ৭:১৯৫
بَطَلَ [ن] <بطل বাতিল হওয়া, রহিত হওয়া, নষ্ট হওয়া, অকেজো হওয়া, বেকার হওয়া, নিরর্থ হওয়া, অকার্যকর হওয়া ৭:১১৮
أَبْطَلَ বাতিল করা, রহিত করা, নষ্ট করা, অকেজো করা, মিথ্যা প্রমাণিত করা, অকার্যকর করা ২:২৬৪
بَاطِلٌ বাতিল, রহিত, অকেজো, মিথ্যা, নিরর্থ, অনর্থক, নাহক, নষ্ট, অকার্যকর ৮:৮
مُبْطِلٌ অনর্থকারী, অনর্থবাদী, অকার্যকারী ৭:১৭৩
بَطَنَ [ن] <بطن গোপন থাকা, সুপ্ত থাকা, অস্পষ্ট থাকা ৬:১৫১
بَاطِنٌ অপ্রকাশমান, গোপনকারী, গোপক, অদৃশ্য সত্তা, আল-বাতিন: আল্লাহর গুণবাচক নাম ৫৭:৩ তখন অর্থ হবে অতি নিকটে; ভিতর দিক, আভ্যন্তরীণ, গোপন গুনাহ ৬:১২১
بَاطِنَةً গোপন. অপ্রকাশ্য ৬:১২০
بِطَانَةٌ ج بَطَائِنُ অন্তরঙ্গ বন্ধু, মনের মানুষ ৩:১১৮
بَطَائِنُ و بِطَانَةٌ অভ্যন্তর, ভিতর পাট, মাঝখান ৫৫:৫৪
بَطْنٌ ج بُطُونٌ পেট, উদর, অভ্যন্তর, ভিতর, গর্ভ, জরায়ু ৩:৩৫
بَعَثَ [ف]، البَعْثُ <بعث প্রেরণ করা, পাঠানো, পুনর্জীবন দেওয়া, পুনরুত্থান করা ২:৫৬
انبَعَثَ، انبِعَاث পুনরুত্থিত হওয়া, উঠা, দাড়ানো, চলা ৯১:১২
مَبْعُوثٌ প্রেরিত, উত্থিত, পুনরোত্থিত, পুনর্জীবিত ৬:২৯
بَعْثَرَ <بعثر নিষ্কাশন করা, উৎপাটন করা, মূলোৎপাটন করা, উপড়ে ফেলা, তুলে ফেলা, উন্মোচন করা, পুনরুত্থান করা, অনুসন্ধান করা, তোলা ১০০:৯
بَعُدَ [ك] <بعد দীর্ঘ হওয়া, মারাত্মক হওয়া ৯:৪২
بَعِدَ [س] ধ্বংস হওয়া, উচ্ছেদ হওয়া, নির্মূল হওয়া, অপসারণ, বিদূরণ ১১:৯৫
بَاعَدَ দূরত্ব বাড়ানো, দূরত্ব দীর্ঘ করে দেওয়া ৩৪:১৯
بُعْدَ المَشْرِقَيْنِ পূর্ব পশ্চিমের দূরত্ব ৪৩:৩৮
بُعْدًا ধ্বংস হোক, নিপাত যাক, দূর হোক ১১:৯৫
بَعِيدٌ সুদীর্ঘ, সুদূরপরাহত, দূরবর্তী, দীর্ঘ দূরত্ব, মারাত্মক, চরম ৩:৩০
بَعْدَ পর, পরে, পশ্চাতে, অতঃপর ২:২৭
مُبْعَدٌ দূরে অবস্থিত, দূরীভূত, বিদূরিত, দূরীকৃত, বিতাড়িত, অপসারিত ২১:১০১
بَعِيرٌ جل بُعْرَانٌ <بعر উট, উষ্ট্রী, উষ্ট্র, মরুতরণী ১২:৬৫
بَعْضٌ جل أَبْعَاضٌ <بعض কতক, কতিপয়, কিছু, কোনো, কেউ, কেউ কেউ ২:৩৬
بَعُوضَةً মশা, মশক, মাছি, তুচ্ছবস্তু ২:২৬
بَعْلٌ <بعل মূর্তির নাম, বাল প্রতিমা ৩৭:১২৫
ج بُعُولَةٌ স্বামী, পতি ২:২২৮
بَغْتَةً <بغت হঠাৎ, সহসা, অচিরেই, আকস্মাৎ ৬:৩১
بَغْضَاءُ <بغض শত্রুতা, হিংসা, ঘৃণা, দুশমনি, অসন্তুষ্টি ৫:১৪
بِغَالٌ و بَغْلٌ <بغل খচ্চর, ১৬:৮
بَغَى [ض] <بغي সীমালঙ্ঘন করা, সীমাতিক্রম করা, বাড়াবাড়ি করা, উৎপীড়ন করা, নিপীড়ন করা, অত্যাচার করা, বিদ্রোহ করা, জুলুম করা ৪৯:৯; কামনা করা, চাওয়া, তালাশ করা ৬:১৬৪
ابْتَغَى، ابْتِغَاء তালাশ করা, সন্ধান করা, খোজ করা, কামনা করা, লক্ষ্য ও উদ্দেশ্য হিসাবে গ্রহণ করা ২৩:৭
انبَغَي সমীচীন হওয়া, শোভা পাওয়া, সঙ্গত হওয়া, যোগ্য হওয়া, কাম্য হওয়া, উচিত হওয়া ১৯:৯২
الْبَغْيُ বিদ্বেষ, হিংসা, শত্রুতা, বিদ্রোহ, জুলুম ৭:৩৩
الْبِغَاءُ কুকর্ম, ব্যভিচার ২৪:৩৩
بَغِيًّا পাপাচারী, ব্যভিচারী, কামিনী, বেশ্যা, বারাঙ্গনা ১৯:২০
بَاغٍ সীমালঙ্ঘনকারী, বিদ্রোহী ২:১৭৩
الْبَقَرُ، بَقَرَةٌ ج بَقَرَاتٍ <بقر গরু, গোরু, গাভী ২:৬৭
بُقْعَةٌ جل بُقَعٌ، بِقَاعٌ <بقع ভূমি, প্রান্তর ২৮:৩০
بَقْلٌ جل بُقُوْلٌ <بقل তরকারি, শাক সবজি ২:৬১
بَقِيَ [س] <بقي স্থায়ী থাকা, বাকি থাকা, অবশিষ্ট থাকা ২:২৭৮
أَبْقَى দীর্ঘস্থায়ী করা, স্থায়ী রাখা, বাকি রাখা, অবশিষ্ট রাখা ৫৩:৫১
أَبْقَى দীর্ঘস্থায়ী, টেকসই, অধিকতর স্থায়ী ২০:৭১
بَاقٍ مث بَاقِيَةً স্থায়ী, অবশিষ্ট বস্তু ১৬:৯৬
بَقِيَّةٌ অবশিষ্টাংশ, শ্রেষ্ঠত, নেকি, পুণ্য, সওয়াব ১১:৮৬
أُولُو بَقِيَّة জ্ঞানী, বুদ্ধিমান, শ্রেষ্ঠ ১১:১১৬
بِكْرٌ ج أَبْكَارٌ <بكر বালিকা, কুমারী ২:৬৮
بُكْرَةٌ، إِبْكَارٌ প্রভাত, উষা, প্রাতকাল, পূর্বাহ্ণ ১৯:১১
بَكَّةَ <بكك মক্কা নগরি ৩:৯২
أَبْكَمُ ج بُكْمٌ <بكم বোবা, মূক, কালা ১৬:৭৬
بَكَى [ض] <بكي কাঁদা, ক্রন্দন করা, অশ্রুপাত করা, রোদন করা ১২:১৬
أَبْكَى কাঁদানো, কান্দানো ৫৩:৪৩
بُكِيٌّ و بَاكِيٌ কান্নাজড়িত, ক্রন্দনরত, কান্নাবিজড়িত, সজলনয়নে ১৯:৫৮
بَل বরং, বরঞ্চ, তবে, এমনকি, তবুও, অথচ, তা সত্ত্বেও, তথাপি, আরও, অপরন্তু, অন্যথায়, বিকল্পে, না হলে, নইলে, নতুবা, নচেৎ ২:৮৮
بَلَدٌ، بَلْدَةٌ ج بِلاَدٌ <بلد শহর, নগর, গ্রাম, গঞ্জ, ভূমি, নগরি ৫০:১১
أَبْلَسَ <بلس নিরাশ হওয়া, হতাশ হওয়া, আশাহত হওয়া, ভগ্নহৃদয় হওয়া, নিষ্পৃহ হওয়া, হতভম্ব হওয়া ৩০:১২
مُبْلِسٌ নিরাশ, হতাশ, হতভম্ব, আশাহত, ভগ্নহৃদয়, নিষ্পৃহ ৬:৪৪
إِبْلِيسُ নিরাশ, ইবলিস: বিতাড়িত জিন শয়তানের উপাধী ২:৩৪
بَلَعَ [ف] <بلع শোষণ করা, চোষা, চুষে নেওয়া, শোষণ করা, জলটানা ১১:৪৪
بَلَغَ [ن] <بلغ পৌঁছা, তুঙ্গে ওঠা, চূড়ান্তে পৌঁছা, তুঙ্গে ওঠা, অতিমাত্রায় পৌঁছা, উপনীত হওয়া, পৌঁছানো ৪:৬
بَلَّغَ، أَبْلَغَ، الْبَلاَغُ পৌঁছানো, সংবাদ পৌঁছানো, তাবলীগ করা, প্রচার করা ৫:৬৭
بَالِغٌ مث بَالِغَةٌ চূড়ান্ত, চূড়ান্তে উপনীত, চূড়ান্তে পৌঁছবার যোগ্য, অকাট্য, সুদৃঢ় ৫:৯৫
بَلِيْغٌ চূড়ান্ত, প্রাঞ্জল ৪:৬৩
الْبَلاَغُ তাবলীগ, তাবলীগ করা, সংবাদ দান, প্রচারণা, যথেষ্টতা ২১:১০৬
مَبْلَغٌ পরিণতি, শেষসীমা, মাত্রা, অতিমাত্রা, পর্যায় ৫৩:৩০
بَلَا [ن]، أَبْلَى، إِبْتَلَي <بلو পরীক্ষা করা, নিরিক্ষা করা, যাচাই করা, আজমাইশ করা, পর্যবেক্ষণ করা, বালামুসিবতে পরীক্ষা করা ৫:৪৮
المُبْتَلِيُ পরীক্ষক, পর্যবেক্ষক, পরীক্ষাকারী, বালামুসিবতে পরীক্ষাকারী ২:২৪৯
بَلاَءٌ পরীক্ষা, পরীক্ষার বস্তু, বালামুসিবত ২:৪৯
بَلِيَ [س] <بلي বিনষ্ট হওয়া, ক্ষয় হওয়া, ধংস হওয়া, লয় হওয়া ২০:১২০
بَلَى হাঁ, বটে, অবশ্যই, নিশ্চয়, নিঃসন্দেহে, কেন নয় ২:৮১
بَنَانٌ و بَنَانَةٌ <بنن আঙুলের ডগা, আঙুলের মাথা, অঙ্গুলির অগ্রভাগ ৮:১২
إبْنٌ ج أبْنَاءٌ، بَنِينَ، بَنُونَ <بنو পুত্র, ছেলে, বেটা, সন্তান, বংশধর ২:৮৭
إِبْنَةٌ ج بَنَاتٌ কন্যা, মেয়ে, বেটি ৪:২৩
بُنَيّ স্নেহের পুত্র!, বৎস!, বেটা! ১১:৪২
بَنَى [ض] <بني বানানো, নির্মাণ করা, তৈরি করা ৯১:৫
بَنَّاءٌ নির্মাতা, রাজমিস্ত্রী, স্থপতি ৩৮:৩৭
بِنَاءٌ جل أَبْنِيَةٌ ছাদ, চাল, চালা ২:২২
بُنْيَانٌ مص নির্মাণ করা, দালান, প্রাসাদ, বিল্ডিং, ইমারত, দেয়াল, প্রাচীর, ভিত্তি ৬১:৪
مَبْنِيَّةٌ নির্মিত, স্থাপিত, বানানো, তৈরি ৩৯:২০
بَاءَ [ن] <بوأ আশ্রয় নেওয়া, অর্জন করা, উপযুক্ত হওয়া, প্রত্যাবর্তন করা ৮:১৬
بَوَّأَ আশ্রয় দেওয়া, থাকতে দেওয়া, বাসস্থান দেওয়া, অবস্থানস্থল দেওয়া ২২:২৬
تَبَوَّأَ আশ্রয় নেওয়া, বাড়ি করা, বসতি স্থাপন করা, বাসস্থান নির্মাণ করা ১০:৮৭
مُبَوَّأٌ আশ্রয়, বাসস্থান, বসতি ১০:৯৩
بَابٌ ج أَبْوَاب <بوب দরজা, ফটক, তোরণ, গেট ১২:২৫
بَارَ [ن] <بور ধ্বংস হওয়া, বিলুপ্ত হওয়া, বিনাশ হওয়া, বিলীন হওয়া ৩৫:১০
بُورٌ و بَائِرٌ، بَوَارٌ ধ্বংসশীল, নশ্বর, বিলুপ্তপ্রায় ২৫:১৮
بَالٌ <بول অবস্থা, দশা ১২:৫০
بَهَتَ [ف] <بهت নিরুত্তর করা, হতভম্ব বানানো, কিংকর্তব্যবিমূঢ় করা, থতমত খাওয়া, বিহ্বল হওয়া, হতবুদ্ধি হওয়া ২:২৫৮
بُهْتَانٌ অপবাদ, দুর্নাম, বদনাম, হতভম্বকর ৪:২০
بَهْجَةٌ <بهج সৌন্দর্য, শোভা, বাহার ২৭:৬০
بَهِيجٌ শোভাময়, সুরম্য, সুন্দর, বাহারী, চমৎকার, মনোরম, মনোহারী ২২:৫
ابْتَهَلَ <بهل মিথ্যুককে বদদোয়া করা, মুবাহালা করা ৩:৬১
بَهِيمَةٌ جل بَهَائِمُ <بهم গৃহপালিত চতুষ্পদ পশু ৫:১
بَاتَ [س]، بَيَاتًا <بيت রাত্রি যাপন করা, রাত কাটানো, নিশি যাপন ৭:৪
بَيَّتَ রাতে পরামর্শ করা, রাতে সাব্যস্ত করা, রাতে সিদ্ধান্ত নেওয়া ৪:৮১
بَيْتٌ ج بُيُوتٌ ঘর, গৃহ, বাড়ি ৩:৯৬
بَادَ [ض] <بيد ধ্বংস হওয়া, বিলুপ্ত হওয়া, বিনাশ হওয়া, বিলীন হওয়া ১৮:৩৫
ابْيَضَّ <بيض সাদা হওয়া, শুভ্র হওয়া, শুভ্রোজ্জ্বল হওয়া ৩:১০৭
أَبْيَضُ ج بِيضٌ مث بَيْضَاءُ সাদা, শুভ্র, শুভ্রোজ্জ্বল ২:১৮৭
بَيْضٌ و بَيْضَةٌ ডিম, আন্ডা ৩৭:৪৯
بَايَعَ <بيع আনুগত্যের শপথ করা, বয়াত হওয়া, বয়াত করা ৯:১১১
تَبَايَعَ কেনাবেচা করা, ক্রয়বিক্রয় করা, চুক্তি করা, বিনিময় করা ২:২৮২
الْبَيْعُ ক্রয়বিক্রয়, কেনাবেচা, বিনিময়, চুক্তি ২:১৭৫
بِيَعٌ و بِيْعَةٌ গির্জা, খ্রীষ্টানদের উপাসনালয়, সিন্যাগগ, ইহুদিদের উপাসনালয় ২২:৪০
بَيَّنَ، أَبَانَ <بين সুস্পষ্ট বর্ণনা করা, সুস্পষ্ট ভাষায় কথা বলা, স্পষ্ট করা, প্রকাশ করা ৪৩:৫২
تَبَيَّنَ، اسْتَبَانَ স্পষ্ট হওয়া, প্রকাশিত হওয়া, পরিষ্কার হওয়া, স্পষ্ট জানা ৬:৫৫
بَيِّنٌ مث بَيِّنَة ج بَيِّنَات স্পষ্ট, সুস্পষ্ট, অকাট্য, প্রমাণ, দলিল, সাক্ষ্য ১৮:১৫
مُبَيِّنَةٌ ج مُبَيِّنَات، مُبِينٌ، الْمُسْتَبِينَ স্পষ্টকারী, স্পষ্ট প্রকাশক, সুস্পষ্ট বর্ণনাকারী, সুস্পষ্টভাষী, সুস্পষ্ট, প্রকাশ্য, পরিস্ফুট, উজ্জ্বল, উত্তম বর্ণনা ৩৭:১১৭
بَيَانٌ، تِبْيَانٌ বিশদ বিবরণ, সুস্পষ্ট বর্ণনা করা, ভাব প্রকাশ করা, সুস্পষ্টভাষ্য, ব্যাখ্যান ৭৫:১৯
بَيْنَ মধ্যে, মাঝে, অভ্যন্তরে, মাঝখানে, ইতিমধ্যে, সামনে, মাঝামাঝি ২:৬৬