وَ এবং, আর, ও, শপথ, সহ, সঙ্গে, অথচ, তখন, এমতাবস্থায় ১:৫

مَوْئُوْدَةٌ <وأد জীবিত দাফনকৃত কন্যা, জীবন্ত প্রোথিত, জিন্দা সমাহিত ৮১:৮

مَوْئِلٌ <وأل সুরক্ষিত আশ্রয়, আশ্রয়স্থল, আবর্তনস্থল, প্রত্যাবর্তনস্থল, গন্তব্যস্থল, ঠিকানা ১৮:৫৮

أَوْبَارٌ و وَبَرٌ <وبر পশম, লোম, রোম, পাখির পালক ১৬:৮০

أَوْبَقَ <وبق ধ্বংস করা, বিনাশ করা, বিলীন করা, লণ্ডভণ্ড করা, বিধ্বস্ত করা৪২:৩৪

مَوْبِقٌ ধ্বংসস্থল, ধ্বংসালয়, ধ্বংসস্তুপ, ভগ্নাবশেষ ১৮:৫২

وَابِلٌ <وبل প্রবলবর্ষণ, মূষলধারে বৃষ্টি ২:২৬৫

وَبَالٌ ص কুপরিণতি, অশুভ পরিণাম ৫:৯৫

وَبِيْلٌ ام ভীষণ শাস্তি, কঠোর পাকড়াও ৭৩:১৬

أَوْتَادٌ و وَتِدٌ، وَتَدٌ <وتد পেরেক, কীলক, অর্গল ৩৮:১২

وَتَرَ [ض] <وتر কম করা, কমিয়ে দেওয়া, হ্রাস করা ৪৭:৩৫

تَتْرَا ক্রমান্বয়ে, ক্রমে ক্রমে, একের পর এক, একে একে, ধারাবাহিকভাবে, পরম্পরা ২৩:৪৪

وَتْرٌ جل أَوْتَارٌ এক, সর্বনিম্ন সংখ্যা, একক, বেজোড় দিবস ৮৯:৩

وَتِيْنٌ جل أَوْتِنَةٌ <وتن গর্দান, ঘাড়, রক্তবাহী রগ, হৃদয়তন্ত্রী, হৃৎপিণ্ডের ধমনী ৬৯:৪৬

أَوْثَقَ <وثق মজবুত করে বাঁধা, বন্ধন করা, সুদৃঢ় করা ৮৯:২৬

وَاثَقَ পরস্পরে চুক্তি করা, প্রতিজ্ঞা করা, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, দৃঢ়প্রতিশ্রুতি নেওয়া ৫:৮

وَثَاقٌ جل وُثُقٌ বন্ধন, বাঁধন, চুক্তি, প্রতিজ্ঞা ৪৭:৪

مِيْثَاقٌ، مَوْثِقٌ চুক্তিবন্ধন, প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি, অঙ্গীকার ১২:৬৬

الْوُثْقَى দৃঢ়তম, মজবুত, সুদৃঢ় ২:২৫৬

أَوْثَانٌ و وَثْنٌ <وثن মূর্তি, প্রতিমা, দেবদেবী ২৯:১৭

وَجَبَ [ض] <وجب পড়ে যাওয়া, পতিত হওয়া, কাত হয়ে পড়া ২২:৩৬

وَجَدَ [ض] <وجد পাওয়া, লাভ করা, দেখতে পাওয়া ৩:৩৭

وُجْدٌ مص পাওনা, সাধ্য, সম্পদ, ধনসম্পদ ৬৫:৬

أَوْجَسَ <وجس ভয় পাওয়া, ভীত হওয়া, শঙ্কিত হওয়া, ঘাবড়ানো, আতঙ্কগ্রস্ত হওয়া, আঁতকে ওঠা, আশঙ্কা করা, ভীতসন্ত্রস্ত হওয়া ১১:৭০

أَوْجَفَ <وجف হাঁকানো, চালানো, চালনা করা, দ্রুত চালানো ৫৯:৬

وَاجِفَةٌ বেগবান, চলৎশীল, চঞ্চল, বিচলিত, ধাবমান, কম্পমান ৭৯:৮

وَجِلَ [س] <وجل ভয় পাওয়া, দুরদুর করা, ভীত হওয়া, শঙ্কিত হওয়া, ঘাবড়ানো, আতঙ্কগ্রস্ত হওয়া, আঁতকে ওঠা, আশঙ্কা করা, ভীতসন্ত্রস্ত হওয়া ৮:২

وَجِلٌ مث وَجِلَةٌ ভীত, শঙ্কিত, আতঙ্কিত, ভয়ক্লিষ্ট, সশঙ্ক, ভীতসন্ত্রস্ত ১৫:৫২

وَجَّهَ، تَوَجَّهَ <وجه মুখ করা, মুখ ফিরানো, অভিমুখী হওয়া ৬:৭৯

وَجْهٌ ج وُجُوْهٌ মুখমণ্ডল, চেহারা, আকার, রূপ, আকৃতি, আদল, মূলাকার, মূলরূপ, সন্তুষ্টি, লক্ষ্য ২:১১২

وِجْهَةٌ দিক, কিবলা, অভিমুখ ২:১৪৮

وَجِيْهٌ ص সম্মুখ শ্রেণীর, সামনের সারির, প্রথম শ্রেণীর, সম্মানিত, মর্যাদাবান ৩:৪৫

أَحَدٌ جل آحَاد مث إِحْدَى <وحد এক, একটি, একক সত্ত্বা, একজন, জনৈক, কেউ, অন্যতম ৯০:৭

وَحْدٌ এক, একাত্মবাদ, অনন্য, অদ্বিতীয় ৭:৭০

وَاحِدٌ جل أُحْدَانٌ مث وَاحِدَةٌ এক, একই, একজন, একমাত্র, অনন্য ৪:১

وَحِيْدٌ একাকী, একলা, অদ্বিতীয়, একমাত্র, অনন্য ৭৪:১১

وُحُوْشٌ و وَحْشٌ <وحش পশু, বন্যপশু, হিংস্রপ্রাণী, চতুষ্পদ জন্তু ৮১:৫

أَوْحَى <وحي ওহী প্রেরণ করা, প্রত্যাদেশ করা, এলাহী বার্তা পাঠানো ৪:১৬৩

وَحْيٌ مص ওহী, প্রত্যাদেশ, এলাহী বার্তা, আল্লাহর বাণী ১১:৩৭

وَدَّ [س]، وُدًّا <ودد কামনা করা, বাসনা করা, ভালোবাসা, পছন্দ করা, চাওয়া ১৯:৯৬

وَادَّ বন্ধুত্ব করা, অন্তরঙ্গ বানানো ৫৮:২২

مَوَدَّةٌ বন্ধুত্ব, হৃদ্যতা, অন্তরঙ্গতা, প্রিতি, ভালোবাসা, বন্ধুত্ব করা ৪:৭৩

وَدُودٌ ام স্নেহপরায়ণ, প্রেমময়, প্রিয়ভাজন ১১:৯০

وَدٌّ ওয়াদ: একটা দেবতা নাম ৭১:২৩

وَدَعَ [ف]، وَدَّعَ <ودع বিদায় করা, ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা ৩৩:৪৮

مُسْتَوْدَعٌ আশ্রয়স্থল, আমানতগাহ, গুদাম, ভাণ্ডার, সংরক্ষণাগার ৬:৯৮

وَدْقٌ مص <ودق বৃষ্টি, বর্ষণ, বারিধারা ২৪:৪৩

دِيَةٌ جل دِيَاتٌ <ودي দিয়াত, হত্যাপণ, খুনের মাশুল, রক্তপণ, রক্তমূল্য ৪:৯২

وَادٍ ج أَوْدِيَةٌ পাহাড়ের উপত্যকা ১৩:১৭

وَذِرَ [س] <وذر পরিহার করা, পরিত্যাগ করা, ছাড়া, ছেড়ে দেওয়া, ছাড় দেওয়া, মুক্ত রাখা, স্বাধীনতা দেওয়া, অধিকার দেওয়া, রেখে যাওয়া ২:২৩৪

وَرِثَ [ح] <ورث ওয়ারিস হওয়া, উত্তরাধিকারী হওয়া, মালিক হওয়া ৪:১১

أَوْرَثَ ওয়ারিস বানানো, উত্তরাধিকারী বানানো, মালিক বানানো ৭:১৩৭

وَارِثٌ ج وَرَثَةٌ ওয়ারিস, উত্তরাধিকারী, মালিক ২:২৩৩