كَ ( পুং. এক বচন ) তোমার, তোমাকে ২:৪
كَذَلِك মূলত ছিল (كَذَا + لك) তোমার জন্যে এমনই, তোমার জন্যে ওটাই
كُمَا ( দ্বি. বচন ) তোমাদের, তোমাদেরকে ৭:২০
كُمْ ( পুং. বহু বচন ) তোমাদের, তোমাদেরকে ২:১৪
كِ ( স্ত্রী. এক বচন ) তোমার, তোমাকে ১৯:১৯
كُنَّ ( স্ত্রী. বহু বচন ) তোমাদের, তোমাদেরকে ১২:২৮
كَأْسٌ جل كُئُوْسٌ <كأس পেয়ালা, পানপাত্র, গ্লাস, সুরাবাটি, মদিরাপাত্র ৭৬:৫
كَأَنَّ، كَأَنَّمَا কেমন যেন, যেন ২২:৩১
وَيْكَأَنَّ জেনে রেখ!, হায়!, হাঃ!, হায় আফসোস!, ধিক! ২৮:৮২
كَأَيٍّ، كَأَيِّنْ কত, কতিপয়, অনেক, বহু, অসংখ্য, প্রচুর, অগনিত ৩:১৪৬
كَبَّ [ن] <كبب মাথা নিচের দিকে করে ফেলা, অধোমুখী করে ফেলা, নিম্নমুখী করে ফেলা, উল্টে ফেলা, উপুড় করে ফেলা, অধোশির পতন ২৭:৯০
مُكِبٌّ অধোশির, অধোমুখী, নিম্নমুখী, নিপাতিত ৬৭:২২
كَبَتَ [ض] <كبت হেয় করা, অবজ্ঞা করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, অপমান করা, লাঞ্ছিত করা, অবমাননা করা, অপদস্থ করা, নাজেহাল করা, অসম্মান করা, বেইজ্জত করা ৩:১২৭
كَبَدٌ جل أَكْبَادٌ، كُبُوْدٌ <كبد শ্রমসাধ্যতা, সহ্যক্ষমতা, সুঠামদেহ, কষ্ট, ক্লান্তি ৯০:৪
كَبِرَ [س] <كبر বড় হওয়া, বালেগ হওয়া, বয়স হওয়া ৪:৬
كَبُرَ [ك] বড় হওয়া, বড় হয়ে দাঁড়ানো, বড় আকার ধারণ করা, বাড়াবাড়ি হওয়া, অতিরঞ্জিত হওয়া, অসহনীয় হওয়া, উদ্বেগের বিষয় হওয়া, কঠিন হওয়া ৬:৩৫
أَكْبَرَ বড় করা, বড় করে দেখা, মহান মনে করা, বড় শ্রদ্ধা করা, মাসিক হওয়া, বড় হওয়া, বালেগ হওয়া ১২:৩১
كَبَّرَ، تَكْبِيرًا আল্লাহু আকবার বলা, বড়ত্ব বর্ণনা করা, শ্রেষ্ঠত্ব বর্ণনা করা, গুণগান করা, গুনকীর্তন ১৭:১১১
تَكَبَّرَ، اسْتَكْبَرَ، اسْتِكْبَارًا নিজেকে বড় মনে করা, বড়াই করা, গর্ব করা, অহংকার করা, স্পর্ধা করা, ধৃষ্টতা দেখানো ৭:১৩
مُتَكَبِّرٌ، مُسْتَكْبِرٌ অহংকারী, দাম্ভিক, বেয়াড়া, আমিত্বপূর্ণ, আত্মগর্বী, আত্মাভিমানী ৪০:২৭
كِبْرٌঅহংকার, বড়াই, দর্প, দম্ভ, অহমিকা, স্পর্ধা, বড় দায়িত্ব, বড় ভূমিকা ২৪:১১
كِبَرٌ বার্ধক্য, প্রবীণতা, বড়োবয়স, শেষ বয়স ৩:৪০
كَبِيرٌ ج كُبَرَاء বড়, মহা, শ্রেষ্ঠ, মহান, প্রধান, সর্দার, নেতা, দলপতি, গুরুজন, বড়জন ৩৩:৬৭
كَبِيرَةٌ ج كَبَائِرُ বড়, মহা, শ্রেষ্ঠ, ভীষণ, কাবিরা গুনাহ, মহাপাপ ৪:৩১
كُبَّارٌ অতিবড়, বিরাট, বিশাল, অনেক বড় ৭১:২২
أَكْبَرُ ج أَكَابِرُ مث كُبْرَى ج كُبَرٌ বৃহত্তম, সবচেয়ে বড়, শ্রেষ্ঠতম, কঠোরতম, কঠিনতম, ভীষণতম, বিভীষিকাপূর্ণ, বড় ৬:১২৩
الْكِبْرِيَاءُ مص শ্রেষ্ঠত্ব, বড়ত্ব, বড়াই, আমিত্ব ১০:৭৮
كَبْكَبَ <كبكب নিম্নমুখী করে ফেলা, উল্টে ফেলা, মাথা নিচের দিকে করে পোতা, অধোমুখী করে ফেলা, নিম্নমুখী করে ফেলা, উল্টে ফেলা, উপুড় করে ফেলা, অধোশির পতন ২৬:৯৪
كَتَبَ [ن] <كتب লেখা, লিখে রাখা, লিপিবদ্ধ করা, লিখে দেওয়া, বিধান করা, নির্দেশ দেওয়া, ফরজ করা, অবধারিত করা, ভাগ্যে লিখে দেওয়া ৫:২১
اكْتَتَبَ লিখানো, লিখে নেওয়া, লিখিয়ে নেওয়া ২৫:৫
كَاتَبَ মুকাতাব বানানো, দাসের চুক্তিপত্রে মুক্তিপণের পরিমাণ লেখা ২৪:৩৩
كَاتِبٌ جل كُتَّابٌ কাতিব, লেখক, কেরানি ২১:৯৪
كِتَابٌ ج كُتُبٌ কিতাব, কুরআন, গ্রন্থ, বই, লিপি, চিঠি, লিখিত পুস্তক, আল্লাহর বাণী, ওহি, আমলনামা, আজ্ঞালিপি, ফরমান, সনদ ২:২
مَكْتُوبٌ লিখিত, লিপিবদ্ধ, হুকুমনামা, রচিত ৭:১৫৭
كَتَمَ [ن] <كتم গোপন করা, লুকানো, চেপে যাওয়া, ধামাচাপা দেওয়া, আড়াল করা ২:৪২
كَثِيبٌ جل كُثُبٌ، كُثْبَانٌ <كثب বালি, বালুকা, বালুকারাজি, বালুস্তুপ ৭৩:১৪
كَثُرَ [ك] <كثر বৃদ্ধি পাওয়া, বেশি হওয়া, অধিক হওয়া, বাড়া ৪:৭
كَثَّرَ، أَكْثَرَ বৃদ্ধি করা, বেশি করা, অধিক করা, বাড়ানো, জুড়ে দেওয়া, সংখ্যাধিক্য করা ৭:৮৬
اسْتَكْثَرَ বাড়াতে চাওয়া, অধিক অর্জন করা, ধনী হওয়া, অনেক সঞ্চয় করা, পুঞ্জিভুত করা ৭:১৮৮
كَثْرَةٌ বর্ধন, পরিবর্ধন, আধিক্য, সংখ্যাধিক্য, প্রাচুর্য, বহুলতা, বাহুল্য ৫:১০০
كَثِيرٌ مث كَثِيرَةٌ বেশি, বিস্তর, প্রভূত, বহুত, অনেক, বহু, প্রচুর, অধিক, অতিরিক্ত, যথেষ্ট, পর্যাপ্ত, অজস্র, অগণিত, অসংখ্য, অঢেল, অসীম ৪:১
أَكْثَرُ সবচেয়ে বেশি, অধিকতর, অনেক বেশি, অধিকাংশ, বেশির ভাগ, অধিক সংখ্যক, অনেকে, বহুলোক ৪:১২
تَكَاثُرٌ প্রাচুর্য, আধিক্য, সম্পদের মোহ, ধনসম্পদ, ধনবর্ধন ১০২:১
الْكَوْثَرُ কাউসার: জান্নাতের সুপেয় পানির হাউজ, হাউজে কাউসার ১০৮:১
كَدْحٌ <كدح আপ্রাণ চেষ্টা করা, ঘামঝরা মেহনত করা, রক্ত ঘামানো সাধনা করা ৮৪:৬
كَادِحٌ রক্ত ঘামানো মেহনতকারী, অধ্যবসায় পরিশ্রমী, পরিশ্রমপরায়ণ ৮৪:৬