زَوْجٌ ج أَزْوَاجٌ জোড়া, একজোড়া, একরকম, যুগল, দম্পতি, স্বামী-স্ত্রী, পতিপত্নী, সঙ্গিনী, সহধর্মিণী, স্ত্রী, অপ্সরা ৪:২০
تَزَوَّدَ <زود পাথেয় নেওয়া, পথখরচা নেওয়া ২:১৯৭
زَادٌ جل أَزْوَادٌ، أَزْوِدَةٌ পাথেয়, পথখরচা, পথের সম্বল ২:১৯৭
زَارَ [ن] <زور যিয়ারত করা, সাক্ষাত করা, দেখা, দেখতে পাওয়া ১০২:২
تَزَاوَرَ পাশ কেটে যাওয়া, মোড় নেওয়া, বাঁকা হয়ে যাওয়া, বাঁকিয়ে যাওয়া, ঘুরে যাওয়া ১৮:১৭
زُورٌ ص মিথ্যা কথা, অসত্য কথা, বানাওয়াট ২২:৩০
زَالَ [ن]، زَوَالٌ <زول স্থানচ্যুত হওয়া, সরে যাওয়া, টলে যাওয়া, ঢলে পড়া ১৪:৪৪
زَاهِدٌ <زهد নিরাসক্ত, অনাগ্রহী, দরবেশ, তাপস, সাধক, সংসারত্যাগী, সন্ন্যাসী ১২:২০
زَهْرَةٌ جل زَهْرٌ <زهر ফুলের বাহার, সুষমা, বসন্তবাহার, ফুলশোভা, সৌন্দর্য, চাকচিক্য, জৌলুশ, জাকজমক ২০:১৩১
زَهَقَ [ف]، زَهُوقًا <زهق ধ্বংস হওয়া, বিলীন হওয়া, নির্মূল হওয়া, বিতাড়িত হওয়া, বিদূরিত হওয়া, ধ্বংসশীল হওয়া, অপসৃত হওয়া ১৭:৮১
زَاهِقٌ ধ্বংসশীল, ধ্বংসোন্মুখ, বিলীন, অপসৃয়মাণ, বিলীয়মান, নির্মূল, চুরমার ২১:১৮
زَيْتٌ <زيت জইতুনের তেল, তেল, তৈল ২৪:৩৫
زَيْتُونَة، الزَّيْتُونَ জইতুন, জলপাইফল, জলপাইগাছ ৬:৯৯
زَادَ [ض]، زِيَادَةٌ، ازْدَادَ <زيد বাড়া, বেড়ে যাওয়া, বৃদ্ধি পাওয়া, বর্ধিত হওয়া, অধিক হওয়া, বৃদ্ধি করা, বাড়ানো, বাড়িয়ে দেওয়া ৯:৩৭
مَزِيدٌ অতিরিক্ত, অধিক, রিজার্ভ, আরও, বেশি ৫০:৩০
زَيْدٌ জায়েদ রা. ৩৩:৩৭
زَاغَ [ض]، زَيْغٌ <زيغ বক্র হওয়া, পথচ্যুত হওয়া, বিমুখ হওয়া, বিভ্রম হওয়া, দৃষ্টিবিভ্রাট ঘটা ৫৩:১৭
أَزَاغَ বক্র করা, পথচ্যুত করা, বিমুখ করা, বিভ্রম করা, বিভ্রাট ঘটানো ৬১:৫
زَيْغٌ مص বক্রতা, জটিলতা, সন্দেহ ৩:৭
زَالَ [س] <زيل দূর হওয়া, পৃথক হওয়া, আলাদা হওয়া, ক্ষান্ত হওয়া, নিরস্ত হওয়া; সর্বদা থাকা, স্থির থাকা, চলতে থাকা, ক্ষান্ত না হওয়া ২১:১৫
زَيَّلَ পৃথক করা, বিচ্ছেদ ঘটানো ১০:২৮
تَزَيَّلَ পৃথক থাকা, দূরে থাকা, সরে যাওয়া, আলাদা হওয়া ৪৮:২৫
زَيَّنَ <زين সাজানো, সজ্জিত করা, সাজিয়ে রাখা, পরিপাটি করা, সাজসজ্জা করা, অলঙ্কৃত করা, সুন্দর-সুষমামণ্ডিত করা ৬:৪৩
ازَّيَّنَ সজ্জিত হওয়া, অলঙ্কৃত হওয়া, সুন্দর-সুষমাপূর্ণ হওয়া, শ্যামল হওয়া ১০:২৪
زِينَةٌ সৌন্দর্য, সুষমা, সাজসজ্জা, অলঙ্কার, ভূষণ, আভরণ, প্রসাধনী, পারিপাট্য, অনাবিলতা, পোশাক-পরিচ্ছদ ৭:৩২