ب সঙ্গে, দ্বারা, দিয়ে, সাহায্যে, মাধ্যমে, সম্পর্কে, বিষয়ে, ব্যাপারে, প্রতি, কারণ, শপথ, হতে, তে, ভিতরে, অনুযায়ী, অনুরূপ, মত, সমান
بَابِلُ <ببل বাবেল: ফোরাত নদীর দুতীরে বিস্তীর্ণ খ্রীষ্টপূর্ব ৫৩৮ সনে ধ্বংসপ্রাপ্ত জাদুপ্রধান প্রাচীন শহর, ব্যাবিলন শহর ২:১০২
بِئْرٌ جل آبَارٌ <بأر কূপ, কুয়া ২২:৪৫
اِبْتَئَسَ <بأس দুঃখিত হওয়া, ব্যথিত হওয়া, বিমর্ষ হওয়া ১১:৩৬
بَأْسٌ، بَأْسَاءُ যুদ্ধ, লড়াই, বিপদ, সমস্যা, দুরাবস্থা, দুর্দশা, অভাব, দারিদ্র, দরিদ্রতা ২:১৭৭; শক্তি, শক্তি ব্যয় ৪:৮৪; আযাব, শাস্তি ৪০:১৯
بَائِسٌ অভাবগ্রস্ত, বিপদাপন্ন, ক্ষুধার্ত ২২:২৮
بَئِيسٌ বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক, প্রচণ্ড ৭:১৬৫
بِئْسَ কতইনা খারাপ, কতইনা মন্দ, অতিমন্দ, নিকৃষ্টতর ২:১০২
بِئْسَمَا কতইনা মন্দ বিষয়, কতইনা নিকৃষ্ট বস্তু ২:৯০
الأَبْتَرُ <بتر লেজকাটা, নির্বংশ, লেজহীন, পুচ্ছহীন ১০৮:৩
بَتَّكَ <بتك কাটা, কর্তন করা, চিরা, ছেদন করা ৪:১১৯
تَبَتَّلَ، تَبْتِيلاً <بتل নিরালায় ধ্যান করা, বিজনে সাধনা করা, মুরাকাবা করা ৭৩:৮
بَثَّ [ن] <بثث ছড়ানো, বিক্ষিপ্ত করা, প্রসার করা, বিস্তার করা ৪:১
بَثِّي আমার আক্ষেপ, দুঃখ, চিন্তা, পরিতাপ ১২:৮৬
مَبْثُوثٌ مث مَبْثُوثَةٌ বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন, ছিন্নভিন্ন ১০১:৪
مُنْبَثًّا বিক্ষিপ্ত, উৎক্ষিপ্ত, উড়ন্ত ৫৬:৬
انبَجَسَ <بجس ঝরণা ঝরা, প্রস্রবণ প্রবাহিত হওয়া ৭:১৬০
بَحَثَ [ف] <بحث অনুসন্ধান করা, তালাশ করা, মাটি খনন করা ৫:৩১
بَحْرٌ ج بِحَارٌ، أَبْحُرٌ <بحر সাগর, সমুদ্র, সিন্ধু, দরিয়া, পারাবার ২:৫০
بَحِيرَةٍ দেবতার জন্য উৎসর্গীকৃত পাঁচবার প্রজনন করা কানকাটা বাঁধনমুক্ত উটনী বা এমন পশু, ধর্মের ষাঁড় ৫:১০৩
بَخَسَ [ف] <بخس কমানো, কম দেওয়া, প্রাপ্য হ্রাস করা, ক্ষতি করা ২:২৮২
بَخْسٌ স্বল্পমান, অল্পমূল্য, ক্ষতি ১২:২০
بَاخِعٌ <بخع আত্মবিনাশী, ধ্বংসকারী, আত্মনাশক, আত্মনাশী ১৮:৬
بَخِلَ [س]، الْبُخْلِ <بخل কৃপণতা করা, কার্পণ্য করা, বখিল হওয়া ৪:৩৭
بَدَأَ [ف] <بدأ সূচনা করা, সৃষ্টি করা, আরম্ভ করা, সুত্রপাত করা ৭:২৯
أَبْدَأَ নবায়ন করা, সৃষ্টির সূচনা করা ২৯:১৯
بَدْرٌ <بدر বদর প্রান্তর, বদর কূপ, দ্বিতীয় হি. ১৭ রমজান শুক্রবারে সংঘটিত প্রসিদ্ধ যুদ্ধের নাম ৩:১২৩
بِدَارًا তাড়াতাড়ি করা, দৌড়ানো, ছুটে যাওয়া, তড়িঘড়ি করা, দ্রুত করা, তরা করা, শীঘ্র করা, জলদি করা ৪:৬
ابْتَدَعَ <بدع উদ্ভাবন করা, প্রবর্তন করা, প্রচলন করা, চালু করা ৫৭:২৭
بَدِيعٌ উদ্ভাবক, আবিষ্কারক, প্রবর্তক ২:১১৭
بِدْعًا নতুন, অপূর্ব, অভিনব, প্রথম ৪৬:৯
بَدَّلَ، تَبْدِيلاً، تَبَدَّلَ <بدل পরিবর্তন করা, বিনিময় করা, বদল করা, রূপান্তর করা, হেরফের করা, রদবদল করা ২:৫৯
أَبْدَلَ বিনিময়ে দেওয়া, পরিবর্তে দেওয়া, বদলে দেওয়া ৬৬:৫
اسْتَبْدَلَ، إِسْتِبْدالٌ বদল চাওয়া, বিকল্প চাওয়া, বদলাতে চাওয়া, বিনিময় করতে চাওয়া, বদলে নেওয়া, বিনিময় করা, পরবির্তন আনা ৪:২০
بَدَلاً পরিবর্তন, বিনিময়, বদল ১৮:৫০
مُبَدِّلٌ পরিবর্তক, পরিবর্তনকারী, রদবদলকারী, রূপান্তরকারী, হেরফেরকারী ৬:৩৪
بَدَنٌ جل أَبْدَانٌ <بدن বদন, হৃষ্টপুষ্ট শরীর, স্থূলদেহ ১০:৯২
بُدْنٌ و بَدَنَةٌ، بَدْنَةٌ মক্কার হেরেমে হজের কুরবানীর হৃষ্টপুষ্ট উট বা গরু, মোটাতাজা কুরবানীর উট বা গরু ২২:৩৬
بَدَا [ن] <بدو প্রকাশ পাওয়া, বিকাশ হওয়া, বাস করা, ফাস হওয়া ৬:২৮
أَبْدَى প্রকাশ করা, বিকাশ ঘটানো, জাহির করা, প্রকাশিত করা ৭:২০
بَدْوٌ বাসস্থান, গ্রাম, মরুগৃহ ১২:১০০
البَادِ ج بادون মরুবাসী, যাযাবর, বাউণ্ডুলে, বহিরাগত ১১:২৭
مُبْدِيٌ প্রকাশকারী, ফাসকারী ৩৩:৩৭
بَذَّرَ، تَبْذِيرًا <بذر অপব্যয় করা, অপচয় করা, অনর্থক খরচ করা ১৭:২৬
مُبَذِّرٌ অপচয়কারী, অমিতব্যয়ী ১৭:২৭
بَرَأُ [ف] <برأ সৃষ্টি করা, স্পষ্ট বর্ণনা করা ৫৭:২২
أَبْرَأَ আরোগ্য করা, রোগমুক্ত করা, নিষ্কলুষ করা, সুস্থ করা ৫:১১০
بَرَّأَ নির্দোষ প্রমাণ করা, নিষ্কলুষ ঘোষণা করা, নিরাপরাধ সাব্যস্ত করা, দোষমুক্ত করা ৩৩:৬৯
تَبَرَّأَ অসন্তুষ্ট হওয়া, দায়িত্বমুক্ত হওয়া ২:১৬৬
بَرَاءَةٌ দায়মুক্ত হওয়া, নির্দোষ হওয়া, মুক্তিপত্র, ছাড়পত্র, দায়মুক্তি ৯:১
بَرَاءٌ، بَرِيءٌ ج بُرَآءُ নির্দোষ, নিষ্কলুষ, দায়িত্বমুক্ত, জিম্মামুক্ত, অসন্তুষ্ট, অপ্রীত ৪৩:২৬
بَرِيَّةٌ جل بَرَايَا সৃষ্টি, সৃষ্টিকুল ৯৮:৬
البَارِئُ স্রষ্টা, সৃষ্টিকর্তা, বারী: আল্লাহর নাম ২:৫৪