إِرَمَ <أرم ইরাম: আদ জাতির পিতা, ইরাম ইবন সাম ইবন নূহ আলাইহিস সালামের বংশধর ৮৯:৭

آزَرَ <أزر শক্তি যোগান, শক্ত করা, মজবুত করা, দৃঢ় করা ৪৮:২৯, আজার : ইবরাহিম আলাইহিস সালামের পিতা ৬:৭৪

أَزْرٌ [ض] দৃঢ় করা; শক্তি, বল, কোমর ২০:৩১

أَزَّ [ن]، أَزًّا <أزز উস্কানি দেওয়া, প্ররোচিত করা ১৯:৮৩

أَزِفَ <أزف ঘনিয়ে আসা, ঘনানো, নিকটবর্তী হওয়া ৫৩:৫৭

الآزِفَةُ ঘণঘটা, কিয়ামত, আকস্মিনী, তরস্বিনী, আশুগামিনী ৫৩:৫৭

أَسَرَ [ض] <أسر আটক করা, বন্দি করা, গ্রেফতার করা ৩৩:২৬

أَسْرٌ مص আকৃতি, কাঠামো, গঠন ৭৬:২৮

أَسِيرٌ ج أُسَارَى، الأَسْرَى বন্দি, আটক, ধৃত, কয়েদি ২:৮৫

إسْرائِيل আল্লাহর বান্দা, ইয়াকুব আলা. এর উপাধি ২:৪০

بَنِي إِسْرَائِيلَ ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, ইহুদি-খ্রিষ্টান ২:৪০

أَسَّسَ <أسس ভিত্তি প্রস্তর স্থাপন করা, বুনিয়াদ রাখা, ফাউন্ডেশন করা ৯:১০৮

آسَفَ <أسف মর্মজ্বালা বাড়ান, মনস্তাপ বৃদ্ধি করা, ক্ষুব্ধ করা, মর্মাহত করা ৪৩:৫৫

أَسَفًا، أَسِفًا মর্মাহত হওয়া, অনুতাপে, দুঃখে, সখেদে, আফসোসে ১৮:৬

أَسَفَى হায় আফসোস, হায় হায়!, আ-হাহা! ১২:৮৪

يُوسف ইউসুফ ইবন ইয়াকুব বিন ইসহাক ইবন ইবরাহিম আলাইহিস সালাম ১২:৮৪

إسْماعِيل ইসমাঈল ইবন ইবরাহিম আলাইহিস সালাম ২:১২৫

آسِنٌ <أسن পচাপানি, পানেটপানি ৪৭:১৫

غير آسِن স্বচ্ছপানি, নির্মলজল, নির্মলপানি, পচনমুক্ত, পচনহীন ৪৭:১৫

أُسْوَةٌ جل أُسًى، إِسًى <أسو আদর্শ, অনুসৃতি, মডেল; সহমর্মিতা, সান্ত¦না, প্রবোধ ৩৩:২১

آسَى، أَسِيَ [س] <أسى আক্ষেপ করা, সমবেদনা জানানো, আফসোস করা, পরিতাপ করা, ব্যথিত হওয়া, ম্রিয়মান হওয়া, নিরাশ হওয়া, হতাশ হওয়া, আশাহত হওয়া ৭:৯৩

أَشِرٌ جل أَشِرُوْنَ <أشر দাম্ভিক, স্পর্ধী, গর্বিত, অহঙ্কারী ৫৪:২৫

إِصْرٌ جل آصَارٌ <أصر ভার, বোঝা, ওয়াদা, প্রতিশ্রুতি ৩:৮১

أَصْلٌ ج أُصُولٌ <أصل মূল, গোড়া, শিকড়, উৎস ১৪:২৪

أَصِيْلٌ ج الآصَالُ সন্ধা, সায়াহ্ন, রাতের সূচনাকাল, দিনান্ত, অস্তকাল, গোধুলি ২৫:৫

أُفٍّ <أفف ছি-ছি!, উফ!, ধিক! ১৭:২৩

أُفُقٌ ج آفَاقٌ <أفق দিগন্ত, দিকচক্রবাল, দিকরেখা, আকাশপ্রান্ত ৫৩:৭

أَفَكَ [ض]، إفْكًا <أفك মুখ ফিরানো, বিমুখ করা, বিতৃষ্ণ করা, বিমুখ হওয়া, বিতৃষ্ণ হওয়া, হীনবল হওয়া, নিন্দিত হওয়া, অপবাদগ্রস্ত হওয়া ৫১:৯, মিথ্যা রটানো, অপবাদ দেওয়া ২৪:১১

أَفَّاكٌ মিথ্যাবাদী, মিথ্যুক, নিন্দুক ২৬:২২২

الْمُؤْتَفِكَةَ উল্টোমুখী, বিধ্বস্ত, পয়মাল ৫৩:৫৩

أَفَلَ [ض] <أفل সূর্য ডোবা, অস্ত যাওয়া, অস্তমিত হওয়া ৬:৭৭

الأَفِلِينَ অস্তগামী, অস্তায়মান, অস্তোন্মুখ, লুপ্তমান ৬:৬৭

أَفَ তবে কি? তারপরেও কি? ২:৪৪

أَكَلَ [ن]، أَكْلاً <أكل খাওয়া, আহার করা, ভক্ষণ করা, সেবন করা ২:১৭৪

آكِلٌ ভক্ষক, ভোজনকারী, ভোক্তা, ভোগকারী, আহারকারী ৩৭:৬৬

أَكَّالٌ খাদক, পেটুক ৫:৪২

مَأْكُولٌ ভক্ষিত, ভোজ্য, খাদ্য ১০৫:৫

أُكُلٌ ফল, খাদ্য, অন্ন ১৩:৪

أَلاَ জেনে রেখো, শুনে রাখ, শোন, সাবধান, খবরদার ২:১২

أَلَتَ [ض] <ألت কমানো, হ্রাস করা, কম দেওয়া ৫২:২১

الر অনবহিত অর্থ ১০:১

أَلَّفَ <ألف মিলন ঘটানো, যোজনা করা, গাঁথা, জুড়ে দেওয়া, ভালোবাসা সৃষ্টি করা, আকর্ষণ সৃষ্টি করা ৮:৬৩

الْمُؤَلَّفَةِ মিলনঘটিত, সংযোজিত ৯:৬০

إِيلاَفِ আকর্ষণ, আসক্তি, নিরাপদাবস্থা, নিরাপত্তা ১০৬:১

أَلْفٌ হাজার, সহস্র ২:৯৬

أَلْفَيْنِ দুই হাজার ৮:৬৬

ج أُلُوفٌ، آلاف হাজার হাজার, অসংখ্য ২:২৪৩

إلًّا <ألل আত্মীয়তা, বন্ধুত্ব, সম্পর্ক ৯:৮

إلَّا তবে, কিন্তু, উপরন্তু, ব্যতীত, ছাড়া, নতুবা, অন্যথায়, একমাত্র, কেবলমাত্র, শুধু ২:৯

الذِى، الذان، الذَين، الذِين، التِى، الَّاتِى، الَّائِى যে, যে ব্যক্তি, যারা, যা, যেগুলো ২:১৭

أَلِمَ [س] <ألم কষ্ট করা, কষ্ট ভোগ করা, কষ্ট সহ্য করা, ভোগান্তি পোহানো ৪:১০৪

أَلِيمٌ কষ্টকর, কষ্টদায়ক, বেদনাদায়ক, সকরুণ, মর্মান্তিক, হৃদয়স্পর্শী, বিষাদময় ২:১০

الم অনবহিত অর্থ ২:১

المر অনবহিত অর্থ ১৩:১

المص অনবহিত অর্থ ৭:১

إلهٌ ج آلِهَةٌ <أله মা‘বুদ, উপাস্য, আরাধ্য, উপাসনাযোগ্য, এবাদতের উপযুক্ত ৬:১৯

الله ‘আল্লাহ’ অপরিহার্য সত্তার প্রকৃত নাম, কোনো ভাষায় এর প্রতিশব্দ নেই। ১:১

اللهم হে আল্লাহ! ৩:৩৬

أَلَا، يَألُو [ن] <ألو ত্রুটি করা, কম করা ৩:১১৮