কুরআন ও হাদীছের আলোকে হজ্জ, উমরাহ ও মদীনা যিয়ারত
ষষ্ঠ অধ্যায় শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল-উসাইমীন (রহঃ) ১ টি
উমরার রুকন ও ওয়াজিব সমূহ
উমরার রুকুন (ফরয) হল তিনটি:
১। অন্তরে নিয়্যাত করে ইহরাম বাঁধা।
২। বায়তুল্লাহর তাওয়াফ করা।
৩। সাফা ও মারওয়ার সাঈ করা।
আর উমরার ওয়াজিব হল দু‘টি:
১। মীক্বাত হতে ইহরাম বাঁধা।
২। মাথার চুল ছোট করা।
এ ছাড়া সমস্ত কাজগুলি হচ্ছে সুন্নাত।