ছালাতুর রাসূল (ছাঃ)
        
         ছালাতের বিবিধ জ্ঞাতব্য (مسائل متفرقة فى الصلاة)    ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব   ১  টি 
     ১০. মুসাফিরের ইমামত (إمامة المسافر) 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        ইমাম ক্বছর করলে মুক্বীম পুরা পড়বেন এবং ইমাম পুরা পড়লে মুসাফির পুরা পড়বেন। যদিও কিছু অংশ পান।[46] কেউ কোথাও গেলে সেই এলাকার লোকই ইমামতি করবেন।[47] তবে তাদের অনুমতিক্রমে তিনি ইমামতি করতে পারবেন। [48]
              [46] . ফিক্বহুস সুন্নাহ ১/১৭৭।
[47] . মুসলিম, আবুদাঊদ হা/৫৯৬; মিশকাত হা/১১২০।
[48] . মুসলিম, মিশকাত হা/১১১৭, ‘ইমামত’ অনুচ্ছেদ-২৬।
                      
        [47] . মুসলিম, আবুদাঊদ হা/৫৯৬; মিশকাত হা/১১২০।
[48] . মুসলিম, মিশকাত হা/১১১৭, ‘ইমামত’ অনুচ্ছেদ-২৬।