ছালাতুর রাসূল (ছাঃ)
ছালাতের বিবিধ জ্ঞাতব্য (مسائل متفرقة فى الصلاة) ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব ১ টি
৪. যাদের ইমামতি সিদ্ধ (من تصح إمامتهم)
(১) বুঝদার বালক
(২) অন্ধ ব্যক্তি
(৩) বসা ব্যক্তির ইমামত দাঁড়ানো ব্যক্তির জন্য
(৪) দাঁড়ানো ব্যক্তির ইমামত বসা ব্যক্তির জন্য
(৫) নফল আদায়কারীর ইমামত ফরয আদায়কারীর জন্য
(৬) ফরয আদায়কারীর ইমামত নফল আদায়কারীর জন্য
(৭) তায়াম্মুমকারীর ইমামত ওযূকারীর জন্য
(৮) ওযূকারীর ইমামত তায়াম্মুমকারীর জন্য
(৯) মুক্বীমের ইমামত মুসাফিরের জন্য
(১০) মুসাফিরের ইমামত মুক্বীমের জন্য।[16]
[16] . ফিক্বহুস সুন্নাহ ১/১৭৬ পৃঃ।