কাউকে অন্যের দোষ-ত্রুটি তুলে ধরে গালমন্দ করা

অন্যকে গালি দেয়া। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একব্যক্তিকে বললেন,

أَعَيَّرْتَهُ بأمه؟ إنك امرؤ فيك جاهلية

তুমি তার মাকে গালি দিলে? তুমিতো এমনলোক যার মাঝে এখনও জাহিলীয়াত আছে।[1]

..............................................

ব্যাখ্যা: এটা আবূ যার রদ্বিয়াল্লাহু আনহু এর কাহিনী; ইসলাম গ্রহণকারী পূর্ববর্তী মর্যাদাবান ছাহাবীদের কোন একজনের ব্যাপারে তিনি বলেছিলেন, হে কালোর বেটা! ঐ ছাহাবীর মা ছিল কালো। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে আবূ যার রদ্বিয়াল্লাহু আনহু কে বললেন,

أَعَيَّرْتَهُ بأمه؟ إنك امرؤ فيك جاهلية

তুমি তার মাকে গালি দিলে?! তুমিতো এমন লোক যার মাঝে এখনও জাহিলীয়াত আছে।[2]
সুতরাং কোন ব্যক্তিকে এমন বিষয়ে গালমন্দ করা যা তার মাঝে নেই, বরং অন্যের মাঝে আছে অথবা তার বংশের বদনাম করা সবই জাহিলী কর্ম। কারো মাঝে জাহিলী স্বভাবের কিছু বিদ্যমান থাকলেই কাফির হবে না।

>
[1]. ছ্বহীহ বুখারী হা/৩০, ৬০৫০, ছ্বহীহ মুসলিম হা/১৬৬১।

[2]. ছ্বহীহ বুখারী হা/৩০, ৬০৫০, ছ্বহীহ মুসলিম হা/১৬৬১।
দেখানো হচ্ছেঃ থেকে ১ পর্যন্ত, সর্বমোট ১ টি রেকর্ডের মধ্য থেকে