১৯৭. পাপ মার্জনার দু’টি রহস্য
কিছু কিছু বিজ্ঞজন উল্লেখ করেছেন যে-
১. পাপ থেকে তওবা করার পর আত্ম-গরিমা ও কৃত্রিম ধাৰ্মিকভাব দমিত হয়ে যায়।
২. আল্লাহর রহীম (পরম করুণাময়), গফুর (পরম ক্ষমাশীল) ও তাওয়াব (তওবা কবুলকারী) ইত্যাদি নাম ও গুণ তার অন্যান্য নাম ও গুণের তুলনায় পাপ থেকে তওবাকারীর নিকট অধিক অর্থবহ বা কার্যকর বা উপকারী। (অর্থাৎ এসব নামের দোহাই দিয়ে তওবা করলে আল্লাহ পাপ মার্জনা করে দেন। -অনুবাদক)
[(ইংরেজি অনুবাদক অনুরোধ করে বলেন) আপনি এদুটি রহস্য জানা সত্ত্বেও যেন পাপ না করেন।]