১৪৫. লোভ করে লাভ নেই
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- “কেউই তার পূর্ণ রিযিক গ্রহণ করার আগে ও মৃত্যুর নির্দিষ্ট সময়ের আগে মারা যায় না।”
অতএব কেন উচ্চাকাঙ্ক্ষা আর কেনই বা লোভ?
وَكُلُّ شَيْءٍ عِندَهُ بِمِقْدَارٍ
“তার বিধানে সব কিছুই নির্দিষ্ট পরিমাণে আছে।” (১৩-সূরা রা'আদ: আয়াত-৮)
“আর আল্লাহর বিধান হলো সুনির্ধারিত বিধান।” (৩৩-সূরা আল আহযাবঃ আয়াত-৩৮)