মাশ‘আরে হারাম তথা মুযদালিফায় অবস্থান

৭০- অতপর তিনি কাসওয়ায় আরোহন করে মাশ‘আরে হারামে এলেন। ‘তিনি তাতে চড়লেন।’[1]

৭১- এরপর তিনি কিবলামুখী হয়ে আল্লাহর কাছে দো‘আ করলেন। ‘অতপর আল্লাহর প্রশংসা করলেন।’[2] তাঁর মহত্ব, শ্রেষ্ঠত্ব ও একত্ববাদের ঘোষণা দিলেন। পূর্ব আকাশ পূর্ণ ফর্সা হওয়া পর্যন্ত তিনি সেখানে অবস্থান করলেন।

৭২- ‘তিনি বললেন,

«قَدْ وَقَفْتُ هَهُنَا وَالْمُزْدَلِفَةُ كُلُّهَا مَوْقِفٌ»

‘আমি এখানে অবস্থান করেছি কিন্তু মুযদালিফার পুরোটাই অবস্থানস্থল।’[3]

[1]. আবূ দাউদ।

[2]. আবূ দাউদ।

[3]. নাসাঈ।