বিছানা ঝেড়ে পরিষ্কার করে নেওয়া
বিছানায় গিয়ে বিছানা ঝেড়ে পরিষ্কার করে নিন। বিছানা তুলে ঝাড়াই উত্তম। যেহেতু বিছানা বা তার চাদরের নিচে সাপ-বিছা বা অন্য কোন পোকা-মাকড় থাকলে তাও দূর হয়ে যাবে। আল্লাহর নবী (ﷺ) উম্মতকে সেই নির্দেশই দিয়েছেন।[1]
[1]. বুখারী তাওহীদ পাবঃ হা/ ৬৩২০, ৭৩৯৩, মুসলিম আল-মাকতাবাতুশ-শামেলা হা/২৭১৪ প্রমুখ