পেশাব-পায়খানা করছে এমন লোককে সালাম দেওয়া
পেশাব-পায়খানা করছে এমন লোককে সালাম দেওয়া মাকরূহ।কেননা সে অবস্থায় আল্লাহর জিকির তথা সালামের উত্তর বৈধ নয়।[1] অবশ্য কেউ (অজান্তে) সালাম দিয়ে ফেললে ওযূ করার পর তার উত্তর দেওয়া মুস্তাহাব।[2]
[1]. সহীহুল জা’মে হা/৫৭৫
[2]. মুসনাদে আহমাদ আল-মাকতাবাতুশ-শামেলা. হা/ ১৮৫৫৫, আবূ দাঊদ হা/১৭, নাসাঈ হা/ ৩৮, ইবনে মাজাহ আল-মাকতাবাতুশ-শামেলা. হা/৩৫০, দারেমী আল-মাকতাবাতুশ-শামেলা. হা/ ২৬৪১
[2]. মুসনাদে আহমাদ আল-মাকতাবাতুশ-শামেলা. হা/ ১৮৫৫৫, আবূ দাঊদ হা/১৭, নাসাঈ হা/ ৩৮, ইবনে মাজাহ আল-মাকতাবাতুশ-শামেলা. হা/৩৫০, দারেমী আল-মাকতাবাতুশ-শামেলা. হা/ ২৬৪১