কোন মজলিসে মুসলিম-অমুসলিম এক সাথে বসে থাকলে
কোন মজলিসে মুসলিম-অমুসলিম এক সাথে বসে থাকলে সেখানেও সালাম দেওয়া সুন্নাত।[1] অবশ্য এখানে নিয়ত রাখতে হবে মুসলিমদের জন্য।[2]
প্রকাশ থাকে যে, মুসলিম-অমুসলিম মিশ্র মজলিসকে লক্ষ্য করে ‘আস্-সালামু আলা মানিত্তাবাআল হুদা’ বলে সালাম দেওয়া বিধেয় নয়।[3] পক্ষান্তরে অমুসলিমকে চিঠি লিখার সময় ঐ সালাম লিখা চলে।
কেউ কেউ বলেছেন, অমুসলিমদেরকে সালাম দিতে ‘আস্-সালামু আলা মানিত্তাবাআল হুদা’ বলা যায়।[4]
অথবা ‘আস্সালামু আলাইনা অআলা ইবাদিল্লাহিস স্বালিহীন’ও ব্যবহার করা যায়।[5]
[1]. বুখারী তাওহীদ পাবঃ হা/ ৬২৫৪, মুসলিম আল-মাকতাবাতুশ-শামেলা হা/১৭৯৮
[2]. আল-আদাবুশ শারইয়্যাহ ১/৩৯০, আযকার, নওবী ৩৬৭পৃঃ
[3]. ফাতাওয়াল আকীদাহ, ইবনে উষাইমীন ২৩৭পৃঃ
[4]. মুসান্নাফ ইবনে আবী শাইবা ২৫৯৮৮, মুসান্নাফ আঃ রায্যাক ১৯৪৫৯
[5]. মুসান্নাফ ইবনে আবী শাইবা ২৫৯৮৯, মুসান্নাফ আঃ রায্যাক ১৯৪৫৯
[2]. আল-আদাবুশ শারইয়্যাহ ১/৩৯০, আযকার, নওবী ৩৬৭পৃঃ
[3]. ফাতাওয়াল আকীদাহ, ইবনে উষাইমীন ২৩৭পৃঃ
[4]. মুসান্নাফ ইবনে আবী শাইবা ২৫৯৮৮, মুসান্নাফ আঃ রায্যাক ১৯৪৫৯
[5]. মুসান্নাফ ইবনে আবী শাইবা ২৫৯৮৯, মুসান্নাফ আঃ রায্যাক ১৯৪৫৯