হারাম ও কবিরা গুনাহ হারাম ও কবীরা গুনাহ্ পরিচিতি মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী ১ টি
১৬৫. কবর বা মাজারের দিকে ফিরে নামায পড়া

কবর বা মাজারের দিকে ফিরে নামায পড়া হারাম।

আবূ মার্সাদ্ (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন:

لَا تَجْلِسُوْا عَلَى الْقُبُوْرِ وَلَا تُصَلُّوْا إِلَيْهَا.

‘‘তোমরা কবরের উপর বসোনা এবং উহার দিকে ফিরে নামাযও পড়ো না’’। (মুসলিম ৯৭২; আবূ দাউদ ৩২২৯ ইব্নু খুযাইমাহ্, হাদীস ৭৯৩)

আনাস্ (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন:

نَهَى النَّبِيُّ  عَنِ الصَّلَاةِ بَيْنَ الْقُبُوْرِ.

‘‘নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে নামায পড়তে নিষেধ করেছেন। (ইব্নু হিববান, হাদীস ৩৪৫; আবূ ইয়া’লা ২৮৮৮ বায্যার/কাশ্ফুল আস্তার, হাদীস ৪৪১, ৪৪২)