হারাম ও কবিরা গুনাহ গুনাহ্’র অপকার মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী ১ টি

১৭. গুনাহ্ গুনাহ্গার ব্যক্তির অসম্মান ও লাঞ্ছনার কারণ হয়। সম্মান তো একমাত্র আল্লাহ্ তা‘আলার আনুগত্যের মধ্যেই নিহিত।

আল্লাহ্ তা‘আলা বলেন:

«مَنْ كَانَ يُرِيْدُ الْعِزَّةَ فَلِلهِ الْعِزَّةُ جَمِيْعًا».

‘‘কেউ সম্মান চাইলে তার জানা উচিৎ যে, সকল সম্মান আল্লাহ্’র জন্যই তথা তাঁরই আনুগত্যে নিহিত’’। (ফাত্বির : ১০)

’হাসান বসরী (রাহিমাহুল্লাহ্) বলেন: গুনাহ্গাররা যদিও উন্নত মানের ঘোড়া ও খচ্ছরে সাওয়ার হয় তবুও গুনাহ্’র লাঞ্ছনা তাদের অন্তর থেকে কখনো পৃথক হয় না। আল্লাহ্ তা‘আলা যে কোনভাবে গুনাহ্গারকে লাঞ্ছিত করবেনই।