ষষ্ঠ উপায়ঃ নামাযের শুরুতে আউযুবিল্লাহ পড়া
যুবায়ের বিন মুতয়িম (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত যে, তিনি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে দেখেছেন যে, তিনি নামাযে এই যিকিরসমূহ পড়ছিলেনঃ
الله اكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة واصيلا
আর তিনবারঃ
اعوذ بالله من الشيطان الرجيم من نفخه ونفثه وهمزه
(আবু দাউদঃ ১/২০৩ আলবানী সহীহ বলেছেন)