১। মানুষ কোন স্থিতিশীলবস্তুকে চলতে দেখতে পায়, আবার চলমানকে আচল জড় পদার্থের মত দেখতে পায়।

২। বড় ধরণের বস্তুকে ছোট আর ছোটকে বড় দেখতে পায়।

৩। একটি বস্তু অন্য কোন বস্তুতে রূপান্তরিত দেখা। যেমনঃ মূসা (আলাইহিস সালাম)-এর সময়কালের যাদুর দ্বারা রশি আর লাঠিকে অজগর সাপের রূপে দেখতে পেয়েছিল।