২. আরকানুল ঈমান
এরপর ইমাম আযম বলেন: ‘‘অবশ্যই বলতে হবে: আমি ঈমান এনেছি আল্লাহে, এবং তাঁর মালাকগণে, এবং তাঁর গ্রন্থসমূহে, এবং তাঁর রাসূলগণে, এবং মৃত্যুর পরে পুনরুত্থানে এবং তাকদীরে, যার ভাল এবং মন্দ মহান আল্লাহর পক্ষ থেকে। এবং হিসাব, মীযান, জান্নাত, জাহান্নাম এ সবই সত্য।’’
এখানে তিনি ঈমানের ছয়টি রুকন বা স্তম্ভের উল্লেখ করেছেন। কুরআন ও হাদীসে বিভিন্ন স্থানে ঈমানের এ ছয়টি বিষয়ের উল্লেখ ও ব্যাখ্যা করা হয়েছে। আমরা সংক্ষেপে বিষয়গুলো আলোচনা করব: