আমাদের সামনে বিদ্যমান ‘মানযুমায়’[1] বিসমিল্লাহ নেই। আব্দুল্লাহ ইব্‌ন মুহাম্মদ আশ-শামরানি সংকলিত

الجامع للمتون العلمية

গ্রন্থেও[2] বিসমিল্লাহ নেই। মানযূমার প্রথম লাইন থেকে অনুমেয় লেখক রাহিমাহুল্লাহ্ শুরুতে বিসমিল্লাহ লিখেননি, তিনি আল্লাহর প্রশংসা ও নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের উপর দরূদ দ্বারা ‘বিসমিল্লাহ’ লিখার অজিফা আঞ্জাম দিয়েছেন।

[1] ‘দারুস সালাম’ কায়রো, মিসর থেকে প্রকাশিত।

[2] ‘মাদারুল ওয়াতন’ রিয়াদ থেকে প্রকাশিত।