হাদীসের নামে জালিয়াতি
        
         শুভাশুভ, সাজসজ্জা, পানাহার ও বিবিধ    ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)   ১  টি 
     ৩১. খাওয়ার সময় সালাম না দেওয়া 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        প্রচলিত ধারণা হলো খাওয়ার সময় সালাম দেয়া ঠিক না। বলা হয়:
لاَ سَلاَمَ عَلَى آَكِلٍ
‘‘খাদ্য গ্রহণকারীকে সালাম দেয়া হবে না।’’
সাখাবী, মোল্লা কারী ও আজলূনী বলেন, হাদীসে এ কথার অস্তিত্ব নেই। তবে যদি কারো মুখের মধ্যে খাবার থাকে, তাহলে তাকে সালাম না দেওয়া ভাল। এ অবস্থায় কেউ সালাম দিলে উত্তর প্রদান ওয়াজিব নয়।[1]
              [1] সাখাবী, আল-মাকাসিদ, পৃ: ৪৬০; মোল্লা আলী কারী, আল-আসরার, পৃ: ২৬৫; আজলূনী, কাশফুল খাফা ২/৪৮৮; যারকানী, মুখতাসারুল মাকাসিদ, পৃ: ২০৩।