হাদীসের নামে জালিয়াতি শুভাশুভ, সাজসজ্জা, পানাহার ও বিবিধ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.) ১ টি

রাসূলুল্লাহ নতুন পোশাক পরিধানের জন্য কোনো সময়কে পছন্দ করতেন বলে কোনো নির্ভরযোগ্য বর্ণনা পাওয়া যায় না। এ বিষয়ে নিম্নের হাদীসটি বর্ণিত হয়েছে, যাকে মুহাদ্দিসগণ জাল বলে গণ্য করেছেন:

كَانَ رَسُوْلُ اللهِ ﷺ إِذَا اسْتَجَدَّ ثَوْباً لَبِسَهُ يَوْمَ الْجُمُعَةِ

‘‘রাসূলুল্লাহ ﷺ নতুন পোশাক পরলে শুক্রবারে তা পরতেন।’’[1]

[1] খতীব বাগদাদী, তারীখ বাগদাদ ৪/১৩৬; ইবনু আব্দিল বার্র, তামহীদ ২৪/৩৬; ইবনু হিববান, মাজরুহীন ২/২৬৭-২৬৮; ইবনু হাজার, তাহযীব ৯/২২৮; তাকরীব, পৃ ৪৮৮; ইবনুল জাওযী, আল-ইলালুল মুতানাহিয়া ২/৬৮২; আলবানী, যায়ীফুল জামিয়, পৃ: ৬২৯, যায়ীফাহ ৪/১১০-১১১।