হাদীসের নামে জালিয়াতি
        
         শুভাশুভ, সাজসজ্জা, পানাহার ও বিবিধ    ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)   ১  টি 
     ২২. পাগড়ীর ২ রাক‘আত পাগড়ী ছাড়া ৭০ রাকআত 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        জাবির (রা)-এর নামে বর্ণিত জাল হাদীস:
رَكْعَتَانِ بِعِمَامَةٍ خَيْرٌ مِنْ سَبْعِيْنَ رَكْعَةً بِلاَ عِمَامَةٍ [حَاسِراً]
‘‘পাগড়ী সহ দু রাক‘আত নামায পাগড়ী ছাড়া বা খালি মাথায় ৭০ রাক‘আত নামাযের চেয়ে উত্তম।’’[1]
              [1] সাখাবী, আল-মাকাসিদ,পৃ: ২৯৮; আজলূনী, কাশফুল খাফা ২/৩৩, ৯৫; আলবানী, সিলসিলাতুল যায়ীফাহ ৩/২৪, ১২/৫৬৯৯; যায়ীফুল জামিয়, পৃ: ৪৫৯, নং ৩১২৯।