হাদীসের নামে জালিয়াতি
        
         শুভাশুভ, সাজসজ্জা, পানাহার ও বিবিধ    ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)   ১  টি 
     ১৪. পাগড়ী আরবদের তাজ ও জড়িয়ে বসা তাদের প্রাচীর 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        অন্য একটি বানোয়াট হাদীস:
اَلْعَمَائِمُ تِيْجَانُ الْعَرَبِ، وَالاِحْتِبَاءُ حِيْطَانُهَا.
‘‘পাগড়ী আরবদের মুকুট, দুইপা ও পিঠ একটি কাপড় দ্বারা পেচিয়ে বসা তাদের প্রাচীর।’’[1]
              [1] বাইহাকী, শু‘আবুল ঈমান ৫/১৭৬; সাখাবী, আল-মাকাসিদ, পৃ: ২৯৭।