হাদীসের নামে জালিয়াতি
শুভাশুভ, সাজসজ্জা, পানাহার ও বিবিধ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.) ১ টি
১০. পাগড়ীতে ধৈর্যশীলতা বৃদ্ধি ও পাগড়ী আরবদের তাজ
একটি বানোয়াট হাদীসে বলা হয়েছে:
اِعْتَمُّوْا تَزْدَادُوْا حُلُماً، وَالْعَمَائِمُ تِيْجَانُ الْعَرَبِ
‘‘তোমরা পাগড়ী পরিধান করবে, এতে তোমাদের ধৈর্যশীলতা বৃদ্ধি পাবে। আর পাগড়ী হলো আরবদের তাজ বা রাজকীয় মুকুট।’’[1]
[1] ইবনু আবী হাতিম, আল-জারহু ওয়াত তা’দীল ৩/১/২৯৫; তাবারানী, আল-মু‘জামুল কাবীর ১/২৬; হাকিম, আল-মুসতাদরাক ৪/২১৪; বাইহাকী, শু‘আবুল ঈমান ৫/১৭৫; হাইসামী, মাজমাউয যাওয়াইদ ৫/১১৯; ইবনুল জাওযী, আল-মাউযূআত ২/২৪২; যাহাবী, তারবীবুল মাউযূআত, পৃ ২৩১; সুয়ূতী, আল-লাআলী ২/২৫৯-২৬০; সাখাবী, আল-মাকাসিদৃ ২৯৭; আলবানী, মাকালাতুল আলবানী, পৃ ১৩২।