১৫. মৃত্যুর পরে লাশের নিকট কুরআন তিলাওয়াত করা 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        মৃত্যুপথযাত্রীর শেষ মুহূর্তগুলোতে সূরা ইয়াসীন পাঠ করে শুনানোর বিষয়ে হাদীস বর্ণিত হয়েছে।[1] কিন্তু মৃত্যুর পরে লাশের কাছে কুরআন তিলাওয়াত করার বিষয়ে কোনো সহীহ বা যয়ীফ হাদীস বর্ণিত হয় নি।
              [1] আবূ দাউদ, আস-সুনান ৩/১৯১।