১০. মৃত্যুর সময় শয়তান পিতামাতার রূপ ধরে আসে 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        সাধারণের মধ্যে প্রচলিত আছে যে, মৃত্যুপথযাত্রীর কাছে শয়তান তার পিতামাতার রূপ ধরে আগমন করে এবং তাকে বিভিন্ন ওয়াসওয়াসার মাধ্যমে বিপথগামী করার চেষ্টা করে। ইমাম সুয়ূতী, ইবনু হাজার মাক্কী প্রমুখ মুহাদ্দিস উল্লেখ করেছেন যে, এ বিষয়ে কোনো কথা কোনো হাদীসে বর্ণিত হয় নি।[1]
              [1] আলবানী, আহকামুল জানাইয, পৃ. ২৪৩।