৩৯. আলিম বা তালিব ইমলের জন্য ৪০ দিন কবর আযাব মাফ
প্রচলিত একটি সনদবিহীন জাল হাদীস:
إِنَّ الْعَالِمَ وَالْمُتَعَلِّمَ إِذَا مَرَّا بِقَرْيَةٍ فَإِنَّ اللهَ يَرْفَعُ الْعَذَابَ عَنْ مَقْبَرَةِ تِلْكَ الْقَرْيَةِ أَرْبَعِيْنَ يَوْماً
‘‘কোনো আলিম বা তালিব ইলম কোনো গ্রাম দিয়ে গমন করলে মহান আল্লাহ ৪০ দিনের জন্য সে গ্রামের গোরস্থানের আযাব উঠিয়ে নেন।’’
কথাটি বানোয়াট ও মিথ্যা।[1]
[1] মোল্লা আলী কারী, আল-আসরার, পৃ: ৭৪, নং ২৬১, আল-মাসনূ‘য়, পৃ: ৩৮, নং ৫৭।