২৩. আলিমের ঘুম ইবাদত 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        এ ধরনের আরেকটি জাল ‘হাদীস’:
نَوْمُ الْعَالِمِ عِبَادة
‘‘আলিমের ঘুম ইবাদত।’’ মোল্লা আলী কারী বলেন: ‘‘রাসূলুল্লাহ (ﷺ)-এর কথা (মারফূ হাদীস) হিসেবে এ বাক্যটির কোন অস্তিত্ব নেই।’’[1]
              [1] মোল্লা আলী কারী, আল আসরারু, ২৫৫ পৃ।