২০. শহীদের রক্তের চেয়ে জ্ঞানীর কালি উত্তম 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        ইলেমের ফযীলতে বানানো একটি জাল হাদীস:
مِدَادُ الْعُلَمَاءِ أَفْضَلُ مِنْ دِماَءِ الشُّهَدَاءِ
‘‘শহীদের রক্তের চেয়ে জ্ঞানীর কালি উত্তম।’’ সাখাবী, যারকানী, মোল্লা আলী কারী প্রমুখ মুহাদ্দিস জানিয়েছেন যে, কথাটি খুব সুন্দর শোনালেও তা রাসূলুল্লাহ (ﷺ)-এর কথা নয়। যারকাশী বলেছেন: বাক্যটি আসলে তাবিয়ী হাসান বসরীর (রাহ) উক্তি। [1]
              [1] সাখাবী, আল-মাকাসিদ, ৩৭৭ পৃ:, যারকানী, মুখতাসারুল মাকাসিদ ১৭২ পৃ:, মোল্লা কারী, আল আসরার, ২০৭ পৃ, আল-মাসনূয়, ২৫৫ পৃ, শাওকানী, আল-ফাওয়াইদ ২/৩৬৯।