হাদীসের নামে জালিয়াতি
        
         হিজরত, মি’রাজ, ওফাত ইত্যাদি বিষয়ক জাল হাদীস    ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)   ১  টি 
     ৩৪. ওফাতের সময় মালাকুল মাউতের আগমন ও কথাবার্তা 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        প্রসিদ্ধ একটি গল্প: রাসূলুল্লাহ ﷺ-এর ওফাতের সময় মালাকুল মাউতের আগমন বিষয়ক। গল্পটির সার-সংক্ষেপ হলো, রাসূলুল্লাহ ﷺ-এর ওফাতের দিন মালাকুল মাউত একজন বেদুঈনের বেশে আগমন করেন এবং গৃহের মধ্যে প্রবেশের অনুমতি প্রার্থনা করেন। এক পর্যায়ে ফাতেমা (রা) অনুমতি প্রদান করেন। তিনি গৃহে প্রবেশ করে অনেক কথাবার্তা আলাপ আলোচনার পরে তাঁর পবিত্র রূহকে গ্রহণ করেন..। গল্পটি বানোয়াট। গল্পটি মূলত উপরের জাল হাদীসের অংশ। আরো অনেক গল্পকার এতে অনেক রং চড়িয়েছেন।[1]
              [1] আবূ নু‘আইম, হিলইয়াতুল আউলিয়া ৪/৭৩-৭৫; ইবনুল জাওযী, মাউযূআত ১/২১৯; ইবনু তাইমিয়া, মাজমূঊল ফাতাওয়া ১৮/৩৬৬; সুয়ূতী, আল-লাআলী ১/২৭৭-২৮২; ইবনু আর্রাক, তানযীহ ১/৩২৬-৩৩১, ৩৪০।