হাদীসের নামে জালিয়াতি
        
         হিজরত, মি’রাজ, ওফাত ইত্যাদি বিষয়ক জাল হাদীস    ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)   ১  টি 
     ২৭. হরিণীর কথা বলা বা সালাম দেওয়া 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        প্রচলিত গল্পে বলা হয়: একটি হরিণী রাসূলুল্লাহ ﷺ-কে সালাম দেয়, তাঁর সাথে কথা বলে, অথবা শিকারীর কাছ থেকে তার নাম বলে ছুটি নেয় .... ইত্যাদি। এসকল কথার কোনো নির্ভরযোগ্য ভিত্তি পাওয়া যায় না।[1]
              [1] সাখাবী, আল-মাকাসিদ, পৃ. ১৭০; মোল্লা কারী, আল-আসরার, পৃ. ৯৫; আল-মাসনূ, পৃ. ৫১-৫২; দরবেশ হূত, আসনাল মাতালিব, পৃ. ৮৬, ২৮৮।