হাদীসের নামে জালিয়াতি
        
         সহীহ হাদীসে রাসূলুল্লাহ ﷺ-এর মর্যাদার প্রাচীনত্ব    ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)   ১  টি 
     ১৮. যখন পানিও নেই মাটিও নেই 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        কোনো কোনো জালিয়াত এর সাথে একটু বাড়িয়ে বলেছেন:
كُنْتُ نَبِيًّا وَآدمُ بَيْنَ الْمَاءِ والطِّيْن، وكنت نبيا وَلاَ مَاءَ ولاَ طِيْنٌ
‘‘আদম যখন পানি ও মাটির মধ্যে ছিলেন তখন আমি নবী ছিলাম। এবং যখন পানি ছিল না এবং মাটিও ছিল না তখন আমি নবী ছিলাম।’’
সাখাবী, সুয়ূতী, ইবনু আর্রাক, মোল্লা আলী কারী, আজলূনী ও অন্যান্য মুহাদ্দিস একবাক্যে বলেছেন যে এ কথাগুলো ভিত্তিহীন ও বানোয়াট।[1]
              [1] সাখাবী, আল-মাকাসিদ, পৃ. ৩৩১; সুয়ূতী, যাইলুল লাআলী, পৃ. ২০৩; ইবনু আর্রাক, তানযীহ ২/৩৪১; মোল্লা কারী, আল-আসরার, পৃ. ১৭৮; আল-মাসনূ, পৃ. ১১০; আজলূনী, কাশফুল খাফা ২/১৬৯, ১৭৩।