হাদীসের নামে জালিয়াতি
        
         সহীহ হাদীসে রাসূলুল্লাহ ﷺ-এর মর্যাদার প্রাচীনত্ব    ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)   ১  টি 
     ১৭. আদম যখন পানি ও মাটির মধ্যে 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        এখানে উল্লেখ্য যে, উপরের সহীহ বা হাসান হাদীসগুলোর কাছাকাছি শব্দে জাল হাদীস প্রচারিত হয়েছে। একটি জাল হাদীসে বলা হয়েছে:
كُنْتُ نَبِيًّا وآدمُ بَيْنَ الْمَاءِ والطَّيْنِ
‘‘আদম যখন পানি ও মাটির মধ্যে ছিলেন তখন আমি নবী ছিলাম।’’