হাদীসের নামে জালিয়াতি
        
         অশুদ্ধ হাদীসের বিষয়ভিত্তিক মূলনীতি    ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)   ১  টি 
     ১৪. সালাতের মধ্যে সশব্দে বিসমিল্লাহ পাঠ 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        আল্লামা মাউসিলী বলেন, ইমাম দারাকুতনী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতের মধ্যে সশব্দে ‘বিসমিল্লাহ...’ পাঠ করেছেন অর্থে বর্ণিত কোনো হাদীসই সহীহ নয়।