হাদীসের নামে জালিয়াতি
        
         অশুদ্ধ হাদীসের বিষয়ভিত্তিক মূলনীতি    ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)   ১  টি 
     ৪. নূরের সমূদ্রে ফিরিশতাগণের সৃষ্টি 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        জিবরাঈল (আঃ) প্রতিদিন সকালে নূরের সমূদ্রে ডুব দিয়ে উঠে শরীর ঝাড়া দেন এবং প্রতি ফোটা নূর থেকে ৭০ হাজার ফিরিশতা সৃষ্টি করা হয়। এ অর্থে ও এ জাতীয় সকল হাদীস বানোয়াট ও ভিত্তিহীন।