হাদীসের নামে জালিয়াতি
        
         ৯. জাল হাদীস চিহ্নিতকরণে বাঙালী আলিমগণ    ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)   ১  টি 
     ৯. ২. ৪. ৭. তাফসীর কাবীর 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        ইমাম ফাখরুদ্দীন মুহাম্মাদ ইবন উমার রাযী (৬০৬ হি) রচিত ‘তাফসীর কাবীর’ গ্রন্থের মধ্যে বিদ্যমান কিছু হাদীস আবূ জাফর সিদ্দিকী জাল বলেছেন, যেমন: ‘আমি গুপ্ত ভান্ডার ছিলাম...’, ‘যে নিজেকে চিনল সে তার রববকে চিনল’, ‘আল্লাহ আমার অন্তরে যা নিক্ষেপ করেন তাই আমি আবূ বাকরের অন্তরে নিক্ষেপ করি’.. ইত্যাদি।[1]
              [1] আবূ জাফর সিদ্দিকী, প্রাগুক্ত: উর্দু, পৃ. ১২-৯৯, বাংলা, পৃ. ৪৭৩-৪৮১।