১৫। মাথা ইত্যাদি নেড়া করা
রোযাদারের জন্য নিজ মাথার চুল বা নাভির নিচের লোম ইত্যাদি চাঁছা বৈধ। তাতে যদি কোন স্থান কেটে রক্ত পড়লেও রোযার কোন ক্ষতি হয় না। পক্ষান্তরে দাড়ি চাঁছা সব সময়কার জন্য হারাম; রোযা অবস্থায় অথবা অন্য কোন অবস্থায়।[1]
[1] (মাজাল্লাতুল বুহূসিল ইসলামিয়্যাহ ১৯/১৬৫)