সহীহ বুখারী ও সহীহ মুসলিমে বর্ণিত হয়েছে, নাবী (ﷺ) বলেছেন- যখন কোন মানুষ অসুস্থ হবে অথবা ফোঁড়া বা জখম কিংবা অন্য কোন রোগে আক্রান্ত হবে তখন সে যেন মাটিতে শাহাদাত আঙ্গুল রেখে এই দু’আ পাঠ করে-
بِسْمِ اللهِ تُرْبَةُ أَرْضِنَا بِرِيقَةِ بَعْضِنَا يُشْفَى سَقِيمُنَا بِإِذْنِ رَبِّنَا
‘‘আল্লাহর নামে আমাদের এই মাটিতে আমাদের কারও লালা মিলিত হচ্ছে। আমাদের প্রভুর ইচ্ছায় আমাদের রোগী ভাল হবে’’।[1]
এখানে কোন্ মাটি উদ্দেশ্য, তা নিয়ে আলেমদের মধ্যে দু’টি মত পাওয়া যায়। কেউ বলেছেন এখানে মদ্বীনার মাটি উদ্দেশ্য। আবার কেউ বলেছেন- পৃথিবীর যে কোন স্থানের মাটি উদ্দেশ্য।
ইমাম ইবনুল কাইয়্যিম (রহঃ) এই হাদীছের ব্যাখ্যায় বলেন- ঝাড়-ফুঁককারী তার নিজের থুথু নিয়ে বৃদ্ধাঙ্গুলিতে রাখবে। অতঃপর বৃদ্ধাঙ্গুলি মাটিতে রাখবে। সামান্য মাটি আঙ্গুলে লাগিয়ে তা দিয়ে ক্ষতস্থানে মাসাহ করবে।