২০৮- মসজিদে নববী যিয়ারতকালীন সময়ে হাজীদের মধ্যে যেসব ভুল-ত্রুটি পরিলক্ষিত হয় সেগুলো কি কি? 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        নিম্নবর্ণিত ত্রুটি বিচ্যুতি চোখে পড়ে।
(১) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর রওজা যিয়ারতের সময়ে তাঁর কাছে শাফায়াত চাওয়া। এটা ভুল কাজ।
(২) দোয়া করার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কবরের দিকে মুখ করে দাঁড়ানো। শুদ্ধ হলো- কাবার দিকে মুখ রাখা। কবরের দিকে মুখ করে দোয়া করা মর্মে কোন সহীহ হাদীস নেই।
(৩) কবর যিয়ারতের উদ্দেশ্যে মদ্বীনা সফর করা ভুল। শুদ্ধ হলো মসজিদে নববী যিয়ারতের জন্য সফর করা।