১৮০- মিনায় অবস্থানের দিনগুলোতে সালাত আদায়ের নিয়ম কি? 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        চার রাক‘আত বিশিষ্ট ফরজ সালাতগুলো দুই রাক‘আত করে পড়বেন। তবে একত্রে জমা করবেন না। স্ব স্ব ওয়াক্তে আদায় করবেন। তবে যারা মিনাতে নিজেকে মুকীম বিবেচনা করবে তাদের ৪ রাকআত পড়ারও অবকাশ রয়েছে।