১৭৬- কোন্ কোন্ রাত্রি মিনায় যাপন করা ওয়াজিব? 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        ১০ ও ১১ই যিলহজ্জ দিবাগত রাতগুলোতে মিনায় থাকা ওয়াজিব। ১২ই যিলহজ্জ তারিখে পাথর নিক্ষেপ শেষে সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করতে না পারলে ঐ তারিখের দিবাগত রাতেও মিনায় থাকা ওয়াজিব হয়ে যায়।