১৫৭- কোন্ কোন্ শর্তে বদলী কংকর নিক্ষেপ জায়েয হবে? 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        (১) যিনি বদলী মারবেন তিনি একই বছরের হাজী হতে হবে।
(২) যার পরিবর্তে বদলী মারবেন তিনি অবশ্যই অক্ষম ব্যক্তি হতে হবে।
(৩) প্রথমে হাজী নিজের পাথর মারবেন, এরপর অক্ষম ব্যক্তির কংকর মারবেন।