প্রশ্নোত্তরে হজ্জ ও উমরা চুলকাটা অধ্যাপক মোঃ নূরুল ইসলাম ১ টি
৯৮- উমরা পালন শেষে হজ্জের সময় যদি খুব কম থাকে তাহলে কোন ধরনের চুল কাটলে ভাল হয়?

পুরুষেরা উমরা শেষে চুল খাট করবে এবং হজ্জ শেষে মাথা মুন্ডন করবে, এটাই উত্তম। মীকাত থেকে ইহরাম বেঁধে তাওয়াফ, সাঈ ও চুলকাটা শেষ হলে আপনার উমরাহ পালন সম্পন্ন হয়ে গেল। এখন ইহরামের কাপড় বদলিয়ে স্বাভাবিক পোষাক পরিধান করুন। অতঃপর হজ্জের ইচ্ছা থাকলে আপনি সে জন্য প্রস্ত্ততি গ্রহণ করুন।