এহরাম বাধার নিয়ম
বাংলাদেশ থেকে যারা হজ্জ করতে যান তাদের অধিকাংশই তামাত্তু হজ্জ করে থাকেন। তামাত্তু হজ্জের জন্য দু’বার এহরাম বাঁধতে হয়। প্রথমবার শুধু উমরার নিয়ত করে মীকাত থেকে। দ্বিতীয়বার ৮ জিলহজ্জ তারিখে মক্কা শরীফে যে জায়গায় আপনি আছেন সে জায়গা থেকে। উভয় এহরাম সম্পর্কে বিস্তারিত নিয়ম-কানুন নীচে উল্লেখ করা হল।