মুসাফির অবস্থায় সিয়াম ও সালাতের নিয়ম কি? 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        মুসাফির অবস্থায় সিয়াম ভঙ্গ করা জায়েয এবং চার রাকআত বিশিষ্ট ফরয সালাতগুলো ২ রাকআত করে পড়বে। সে সময় ফরয নামাযের আগে বা পরে যে সমস্ত সুন্নাতে রাতেবাহ আছে সেগুলো পড়তে হবে না।